রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: লক্ষ্মী পুজোর সকালে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে। বহরমপুরে জমি ব্যবসায়ীকে গুলি করে খুন। সকাল সাড়ে ৬টা নাগাদ বহরমপুরের রাধার ঘাট এলাকায় খুনের ঘটনা ঘটে। প্রাতঃভ্রমণে যান জমি ব্যবসায়ী প্রদীপ দত্ত। অভিযোগ, বাড়ির কাছেই মোটরবাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী বছর পঞ্চাশের ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ব্যবসায়ীর। সাতসকালে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক। ব্যবসায়িক বিবাদ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। 


এবার পুজোর আবহে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ ওঠে গতকাল। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়। যদিও গুলি চলেনি বলে দাবি সোনারপুর থানার পুলিশের। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে পরপর দু'বার গুলি চালিয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।


  স্থানীয় সূত্রে জানা যায়,  সোমবার এলাকায় প্রতিমার বিসর্জন ছিল। এরই মধ্যে দেবাশিস কয়াল ও হরেকৃষ্ণ প্রামানিকের মধ্যে ঝামেলা বাধে। ঘটনায় দেবাশিস আহত হয়। হঠাৎই হরেকৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চালায় বলে অভিযোগ। মোট ২টি গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা কার্তুজের খোল পেয়েছে। দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশের দাবি, এলাকায় গন্ডগোলের একটি খবর পাওয়া গেছে। গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। একটি তাজা কার্তুজ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে।


আরও পড়ুন, আগ্রায় পেট্রোল ৯৫ টাকা ছুঁইছুঁই, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?


প্রেক্ষাপট আলাদা হলেও, এবার দুর্গাপুজোর শুরু থেকেই কমবেশি একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু থেকে শুরু করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে কলকাতা, বর্ধমান-সহ একাধিক জেলা রয়েছে। মহাসপ্তমীতেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। স্ত্রী ও কন্যা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়।  এদিকে, দশমীর রাতে প্রতিবেশী বন্ধুর বাইকে চড়ে ঘুড়তে বেড়িয়েছিল যুবক। রাতে বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে দেহের সন্ধান মিলল জেলা হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরের ৫ নং ওয়ার্ড আনন্দ নগরে। পলাতক বন্ধুরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে খুন না নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।