রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় উত্তেজনা ছড়াল। থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে চলল কথা কাটাকাটি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতের পরিবার।


বড়ঞায় উত্তেজনা ছড়াল: এক যুবকের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের বড়ঞা থানার সামনে তুলকালাম। থানা ঘেরাও করার পাশাপাশি, দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখালেন মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। মৃতের নাম অভিজিৎ সাহা।বছর ছাব্বিশের অভিজিতের বাড়ি বড়ঞার ববরপুর গ্রামে। পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। গত ২২ জানুয়ারি, প্রেমিকাই ফোন করে অভিজিতকে ডাকেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। বড়ঞা থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। ৭ দিন নিখোঁজ থাকার পর, রবিবার বড়ঞা থানার কাছে একটি পুুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দেহ উদ্ধারে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। মৃত যুবকের বাবা হীরু সাহা বলেন, “পুলিশ কোনও কাজ করেনি। খালি বলছে তদন্ত চলছে।পুলিশ নিষ্ক্রিয়।’’প্রতিবেশীদের অভিযোগ, ওই প্রেমিকাই নিখোঁজ যুবকের মাকে ফোন করে মোবাইল ফোন ও জ্যাকেট উদ্ধারের কথা জানান। এর পরেও পুলিশ ওই যুবতীকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয় বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সঠিক তদন্তের আশ্বাস দেওয়ায় এদিন আধঘণ্টা পর থানার সামনে থেকে বিক্ষোভ ওঠে। 


কিশোরের দেহ উদ্ধার ঘিরে রাস্তা অবরোধ স্থানীয়দের: এদিন মেটিয়াবুরুজে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন পিলখানা রোডে দেহ নিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আহত হন দুই পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: North 24 Parganas: কাঁচরাপাড়ায় দোকানে বিস্ফোরণ, জখম ২ ফেরিওয়ালা