রাজীব চৌধুরী, বহরমপুর: মহিলাদের কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার বহরমপুর পুরসভার (Berhampur Municipal Corporation ) প্রাক্তন চেয়ারম্যান (Former Chairman) নীলরতন আঢ্য (Nilratan Adhya)। ২০১৬-য় বহরমপুর পুরসভার তত্কালীন চেয়ারম্যান নীলরতন আঢ্য কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন। ২০১৮-র নভেম্বরে পুরসভার মেয়াদ ফুরোনো পর্যন্ত তিনিই ছিলেন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও অনৈতিক কাজের অভিযোগ ওঠায় তাঁকে আর প্রশাসকের পদে বসানো হয়নি। এরপর বিধানসভা ভোটের আগে ফের কংগ্রেসে ফেরেন নীলরতন আঢ্য। সম্প্রতি কংগ্রেস নেতার বিরুদ্ধে মহিলাদের কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগ দায়ের হয়। আজ সকালে বাড়ি থেকে কংগ্রেস নেতাকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ (Berhampur Police Station)। 


বহরমপুর পুরসভায় ২০০২ সাল থেকে চেয়ারম্যান পদে ছিলেন নীলরতন আঢ্য। ২০১৮ তে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই পদে বহাল ছিলেন তিনি। তৃণমূলে যোগ দিলেও  কংগ্রেসের সঙ্গে নীলরতন আঢ্যর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা ছিলই। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বহরমপুর পুরসভার নয়া প্রশাসকের নাম ঘোষণা করা হয়। প্রশাসক পদের দায়িত্ব নেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক। পরে কংগ্রেসে ফেরেন তিনি।


এদিকে হোমের (Home) মধ্যেই ‘শিশু নির্যাতন’ (Child Abuse), ডব্লুবিসিএস অফিসার (WBCS Officer) গ্রেফতার। হাওড়ার (Howrah) তৃণমূলের (TMC) প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে হাওড়ার সালকিয়ায় হোম (Salkia Home) সিল করল পুলিশ (Howra City Police)। হোমের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগ হাওড়া কমিশনারেটে (Howrah Commissionarate)। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে হাওড়ার গোয়েন্দা পুলিশ (Howrah Police)।


মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে চলতি মাসেই  সালকিয়ার হোমে অভিযান করে। সালকিয়ার হোম (Salkia Home) থেকে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়েছে। পকসো (POCSO) আইনের একাধিক ধারায় মামলা রুজুর পাশাপাশি, ৩ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী। পুলিশ সূত্রে খবর, ৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশু, কিশোর, কিশোরীদের এই হোমে রাখা হত। স্থানীয়দের অভিযোগ, দত্তক দেওয়ার নামে চলত শিশু বিক্রি। এছাড়াও, আবাসিকদের ওপর শারীরিক নির্যাতন চালানো হত বলে অভিযোগ। এই ঘটনায় হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ ১০ জনকে গ্রেফতার করে হাওড়া মহিলা থানার পুলিশ।