নয়াদিল্লি: দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমল। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৮ হাজার ৩১৮। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪৬৫ জন রোগীর মৃত্যু নথিভূক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৯৬৭। একদিন আগে গতকাল শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৫৪৯। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ১৯।
করোনা সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৮৮ হাজার ৭৯৭। এখনও পর্যন্ত দেশে ১২১.০৬ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে করোনা অতিমারি শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৯,১১৯। ২৩ নভেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৮৮। ২২ নভেম্বর এই সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। ২১ নভেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৮। ২০ নভেম্বর এই সংখ্যা ছিল ১০ হাজার ৪৮৮।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ এবং তা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। আজ শনিবার দেশে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি ও টিকাকরণ অভিযান সম্পর্কে পর্যালোচনার জন্য এই বৈঠক হবে। সরকারি আধিকারিকরা এ কথা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, কোভিড ১৯ ও টিকাকরণ অভিযানের পরিস্থিতির মধ্যে আজ সকালে সাড়ে দশটায় শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশের চিন্তা বাড়িয়েছে। এর মোকাবিলার কৌশল স্থির করতে দেশগুলি ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনও ওই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক তালিকায় রেখেছে।