আশীষ বাগচি, মুর্শিদাবাদ : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Poll) আগে শাসকদলের গোষ্ঠীকোন্দলে সরগরম জেলার রাজনীতি (Politics)। প্রকাশ্যে সভা করে বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য থেকে একাধিক অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল নেতাদের একাংশ। সভাতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ থেকে শুরু করে নতুন তৃণমূল গড়ার ডাক, অভিযোগের লিস্টে বাদ গেল না কিছুই। 


শাসকদলের গোষ্ঠীকোন্দল, বড়ঞার ডাকবাংলায় সাংগঠনিক সভার ডাক


বড়ঞার ডাকবাংলায় একটি বাড়িতে সাংগঠনিক সভার ডাক দেওয়া হয়। সেখানেই উপস্থিত ছিলেন বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধক্ষ্য মাহে আলম থেকে শুরু করে একাধিক পঞ্চায়েত প্রধান, তৃণমূলের অঞ্চল সভাপতিরা। বড়ঞার মোট ১৩ জন পঞ্চায়েত প্রধানের মধ্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন ৫ জন পঞ্চায়েত প্রধান। বড়ঞা ১ , বড়ঞা ২, কুলি, খরজুনা, কুরুন্নুরুন পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন। ছিলেন বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সাঞ্জিতা বিবি। পঞ্চায়েত সমিতির ৮ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও ৭ জন অঞ্চল সভাপতি উপস্থিত ছিলেন। 


পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ


 সভার শুরু থেকে শেষ অবধি জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ ও বিধায়কের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন তাঁরা। মাহে আলমের অভিযোগ, জেলা সভাপতি কালো চশমা পরে থাকেন। তিনি আমাদের দেখতে পান না। তাঁকে একাধিকবার অভিযোগ জানিয়েও কাজ হয় নি। তাঁর অভিযোগ,'বড়ঞাতে কিছু এজেন্ট রাখা হয়েছে। তাঁরা বলছেন, ২ লক্ষ টাকা দাও, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে।" সভা থেকেই খেলা হবে স্লোগান ওঠে। 


আরও পড়ুন, পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলার জের, বিজেপি নেতা জিতেন্দ্রর বাড়িতে পুলিশ


তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়ান অঞ্চল সভাপতি ও প্রধানেরাও


মাহে আলমের সুরে সুর মিলিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়ান অঞ্চল সভাপতি ও প্রধানেরাও। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বড়ঞার তৃণমূল ব্লক সভাপতি রবীন কুমার ঘোষ। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানান, এ বিষয়ে কিছু বলব না। যা বলার দলকে জানাবো। বহরমপুর-মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি শাওনী সিংহরায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।