রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidabad News) রামনবমীর (Ram Navami) মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজির পর আজও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমানায় চলছে পুলিশের নাকা তল্লাশি। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
আজও এলাকায় চাপা উত্তেজনা: গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজিতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এখনও থমথমে রয়েছে এলাকা। শক্তিপুর থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। সকাল থেকেই চলছে নাকা তল্লাশি। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
কী ঘটেছিল গতকাল?
দিনভর ছবিটা শান্তিপূর্ণ থাকলেও, রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে ফিরল গতবারের অশান্তির ছবি। ইটবৃষ্টি থেকে বোমাবাজি বাদ গেল না কিছুই। ভাইরাল হয়েছে সেই ভিডিও। বুধবার, বিকেলে রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়। কিছুদূর এগোতেই, মিছিলে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বোমাবাজির মতো ঘটনা ঘটে। বেশ কয়েকটি দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন।
ভাইরাল ভিডিওয় দেখা যায় মিছিলের শুরুতে অনেকেরই হাতে অস্ত্র। আর তারপর শেষে বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। গতকাল আহতদের দেখতে হাসপাতালে যান অধীর চৌধুরী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই সময় কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে ফেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। ধাক্কা মারতে দেখা যায় অধীর চৌধুরী।
এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি। ইটবৃষ্টিতে জখম চারজন। গতকাল রাতে এগরার কলেজ মোড়ের কাছে রাম নবমীর শোভাযাত্রা পৌঁছলে তৃণমূলের লোকজন ইট ছুড়তে শুরু করে বলে বিজেপির অভিযোগ। সেখানে পৌঁছে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের আটক করছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। এই ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করেছে এগরা থানার পুলিশ। আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকালে এগরার ত্রিকোণ পার্ক এলাকায় কাঁথি-এগরা রাজ্য সড়ক অবরোধ করে একঘণ্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। ইটবৃষ্টির দায় তাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dev On Hiran: 'আমার মাঝে মাঝে হিরণকে নিয়ে কষ্ট হয়' BJP প্রার্থীর অভিযোগের জবাব দিলেন দেব