রাজীব চৌধুরী, রঘুনাথগঞ্জ : মর্মান্তিক । ভাই -বোনদের জন্য আইসিডিএস সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল। সেই যাওয়ার পথেই লরির চাকার পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙা পঞ্চায়েতের হাতিবান্ধা এলাকায় । লরিটিকে আটক করেছে পুলিশ। তবে, চালক পলাতক।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সাইকেলে চেপে হাতিবান্ধা এলাকায় আইসিডিএস সেন্টারে খাবার আনতে যাচ্ছিল ওই কিশোরী। সেই সময় পেছন দিক থেকে একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই কিশোরীর।
ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর গ্রামীণ রাস্তায় লরির দৌরাত্ম্য নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা।
মালগাড়ির ধাক্কায় মৃত্যু ৩ পড়ুয়ার-
বছর শেষ মাসে গতকালই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের (Murshidabad) আহিরন ব্রিজে মালগাড়ির ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু হয় (Student Death)। রেলব্রিজের উপর রিল বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা লাগে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় মৃত্যু হয় নবম শ্রেণির ৩ পড়ুয়ার। আহত হয় আরও ২ জন। মৃতদের নাম আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ।
মূলত বুধবার দুপুরে সুতির আহিরণ ব্রিজের উপর ভিডিও রিল বানাতে গিয়ে ঘটে বিপত্তি (Murshidabad Accident)। জানা যায়, সুতির সাহা পাড়ার বাসিন্দা ৫ বন্ধু এদিন আহিরন ব্রিজে ঘুরতে এসেছিল। ব্রিজের উপর রেল লাইনে ভিডিও রিল করার সময় আচমকাই লাইনের সামনে চলে আসে মালগাড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িতে ধাক্কা লাগে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবম শ্রেণির আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখের। এই ঘটনায় আহত হয় বাকি দু'জন। তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়। চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তরুণীর।স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা। চলন্ত নাগরদোলায় উঠে প্রিয়াঙ্কা মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।