অর্ণব মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে ২ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে রাম-মন্দির। আজ, বুধবার সেই ভূমিপুজো হবে। আমন্ত্রণ জানানো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রীকে। আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও। সম্প্রতি, মুর্শিদাবাদে, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পরদিনই, পাল্টা রামমন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা।
গতবছর ২২শে জানুয়ারি মহাসমারোহে অযোধ্য়ায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা হয়। তার ঠিক ১ বছরের মাথায়, বুধবার, এরাজ্য়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম-মন্দিরের ভূমিপুজোর আয়োজন। ইতিমধ্য়েই রামলালার মূর্তি ও ফলক নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন, বঙ্গীয় হিন্দুসেনার প্রতিষ্ঠাতা-সভাপতি অম্বিকানন্দ মহারাজ। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, "আমরা ঠিক করেছি মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ গড়ে তোলা হবে। একটি ট্রাস্টি বোর্ড তৈরি করা হবে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর এর ভিত্তি স্থাপন করা হবে।'' পরদিনই পাল্টা রামমন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। প্রতিষ্ঠাতা সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছিলেন, "যেখানেই ওরা মসজিদ করার কথা বলছে, আমরা ওখানে রাম মন্দির বানাব। হুমায়ুন ডিসেম্বরে করবে বলেছে। আমরা জানুয়ারিতে করব।'' সেইমতো, তৈরি হয় ট্রাস্ট। মুর্শিদাবাদের সাগরদিঘির অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমিতে রামমন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বুধবার সেখানেই ভূমিপুজো হবে। ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। অম্বিকানন্দ মহারাজ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেলিম, শুভঙ্কর। আমি হুমায়ুনকেও হোয়াটস অ্য়াপ করেছি। উনি বলেছিলেন মন্দিরের জন্য় জমি দেবেন। দিলে তাতেও রামমন্দির বানব।'' আগামীদিনে রাজ্য়ের একাধিক জায়গায় রামমন্দির বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ।
প্রসঙ্গত মুর্শিদাবাদের রাজনীতিতে মন্দির এবং মসজিদ তৈরি ঘিরে নতুন চর্চা। মুর্শিদাবাদ হোক সম্প্রীতির পীঠস্থান করার বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক। গত সপ্তাহে নতুন প্রস্তাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর প্রস্তাব, বেলডাঙায় ১২ বিঘা জমিতে যে বাবরি মসজিদ তাঁরা করছেন, তার পাশেই তৈরি হোক রামমন্দির। তার জন্য প্রয়োজনীয় জমিরও তিনি দায়িত্ব নিতে রাজি আছেন।
আরও পড়ুন: Kamduni Case: এখনও দগদগে ক্ষত, আরজি কর কাণ্ডের আবহে ঘুরেফিরে আসছে কামদুনি প্রসঙ্গ