রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) বৌমার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি (Bombing) করার অভিযোগ উঠল কংগ্রেস সমর্থক শ্বশুরের বিরুদ্ধে। কংগ্রেসের (Congress) যোগসাজশেই বোমাবাজি বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা শাসক শিবিরকে বিঁধেছে কংগ্রেস। অন্যদিকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের (Bombs Recovered) ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


বোমাবাজি, পরিবারের যোগ


গত শুক্রবার নদিয়ার হাঁসখালিতে ভরা বাজারে তৃণমূল নেতাকে খুন করা হয়। ঠিক তার পরদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয় এক তৃণমূল কর্মীর গলাকাটা দেহ। এই সব ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেস সমর্থক শ্বশুরের বিরুদ্ধে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় প্রধানের বাড়ি লাগোয়া একটি ঘরের টিনের চাল। বাড়ির অদূরেই পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা (Bombs Recovered)।


স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১২টা নাগাদ রানিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেফালি খাতুনের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণ হয়। তৃণমূল প্রধানের স্বামীর অভিযোগ, ভয় দেখাতে বোমাবাজি করিয়েছেন তাঁর কংগ্রেস সমর্থক বাবা শেখ মহম্মদ জহিরউদ্দিন। তৃণমূল নেতা ও প্রধানের স্বামী আনিসুর রহমান বলেছেন, 'আমাদের ভয় দেখাতে বোমাবাজি করা হয়। এর পিছনে আমার বাবা আছেন।' পাল্টা গোটাটাই তৃণমূলের নাটক, দাবি কংগ্রেসের। মুর্শিদাবাদ কংগ্রেসের জেলা মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন, 'কংগ্রেসে যোগ দেওয়া আটকাতে এসব নাটক করেছে তৃণমূলই।' ঘটনায় অভিযুক্ত পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে রানিনগর থানা।


অন্যদিকে, পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কেতুগ্রামের আনখোনা গ্রামে দিঘির পাড় থেকে উদ্ধার হয় ১০টি বোমা ভর্তি ব্যাগ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গত বুধবার, আগ্নেয়াস্ত্র-সহ কালু শেখ নামে এলাকার এক দুষ্কৃতীকে গ্রেফতারের পরেই তাঁকে জেরা করে ওই বোমার হদিশ পাওয়া গেছে। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় আতঙ্ক তৈরি করতেই কি ওই বোমা মজুত করা হয়েছিল ? কেতুগ্রাম থানা (Ketugram Police Station) সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।           


আরও পড়ুন- বেপরোয়া গতিতে এসে লরিতে সজোরে ধাক্কা SUV-র, ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে, মৃত ৪, আহত ২