রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের মুর্শিদাবাদের সালারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মহম্মদ মুরসেলিম কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব।  


তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপ। কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের (Murshidabad) সালারে (Salar) ফের সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে ফিরছিলেন সালুর অঞ্চল সভাপতি মহম্মদ মুরসেলিম। অভিযোগ, বাড়ির অদূরেই তাঁর ওপর রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় মহম্মদ মুরসেলিমকে প্রথমে সালার হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 


আক্রান্তের স্ত্রী আজমিরা বেগম বলেছেন, 'কোপ মেরেছে দুষ্কৃতীরা। পার্টি অফিস থেকে ফেরার সময় রাস্তায়। যারা মেরেছে তারাও তৃণমূলই করে।' রাতেই ৮ তৃণমূল কর্মীর বিরুদ্ধে সালার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যদিও দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছে জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপূর্ব সরকার বলেছেন, 'তৃণমূলের কেউ তৃণমূলের কাউকে আঘাত করতে পারে না। এটা দুষ্কৃতীদের কাজ। প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূলে দুষ্কৃতীরা থাকে না'।


আরও পড়ুন- গতি পাচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর রুটের কাজ, পিলার তৈরির জন্য চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু


গত ১ মে সালারেই ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ ওঠে। আর এবার সালুর তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে।


তৃণমূল পরিচালিত ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। অভিযোগ হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূলেরই শালু গ্রাম প়ঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি। তৃণমূল নেতা মুস্তাকের নেতৃত্বে হামলার অভিযোগে সালার থানায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ টার মতো বোম পড়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।                             


আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?