রাজীব চৌধুরী, ধুলিয়ান: তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ, বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস কাউন্সিলর। এই ছবি মুর্শিদাবাদের ধুলিয়ান পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের।


বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার পাশবই, চেকবই ও ডেবিট কার্ড আটকে রেখেছেন টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। কাবুল শেখ নামে এক বিক্ষোভকারীর অভিযোগ, ‘মেহবুব আলম আবাস যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই, চেকবই, এটিএম কার্ড আটকে রেখেছেন। বারবার ফেরত চাইলেও তিনি ফেরত দেননি।’


তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ


ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ছিলেন মেহবুবের মা ফরিদা রহমান। স্থানীয় বাসিন্দাদের দাবি, মা কাউন্সিলর থাকাকালীন পুরসভার একাধিক কাজকর্ম দেখতেন মেহবুব। সেই সুযোগেই তিনি আবাস যোজনার কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি হাতিয়ে নেন বলে অভিযোগ। 


আরও পড়ুন মুর্শিদাবাদের বেলডাঙায় দু’পক্ষের সংঘর্ষ, জখম ৬ জন


এ প্রসঙ্গে ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জিয়াউর রহমান জানিয়েছেন, ‘আমার কাছে অনেকে এসে অভিযোগ করেছে। প্রশাসন এর তদন্ত করুক। দ্রুত সমস্যার সমাধান হোক।’


অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার


যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। তাঁর দাবি, ‘কিছু দুষ্কৃতীকে নিয়ে বাড়ির সামনে এসে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। গালিগালাজ করেছে। আমি আইনের সাহায্য নেব। কিছু মানুষ উস্কানি দিচ্ছে।’


তৃণমূলকে আক্রমণ বিজেপি-সিপিএমের


তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভের ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বাম-বিজেপি। ধুলিয়ানের বিজেপি নেতা মিলন ঘোষের দাবি, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়ছয় করছে তৃণমূল। মানুষ এখন সরব হচ্ছে। আন্দোলনকারীদের পাশে আছে বিজেপি।’


ধুলিয়ানের সিপিএম নেতা মহম্মদ আজাদের দাবি, ‘তৃণমূলের বিরুদ্ধে মানুষ এখন ফুঁসছে। আমরা আগে থেকেই এই ধরনের ইস্যুতে লড়াই করছি। ভবিষ্যতে আরও লড়াই করব।’


এই নিয়ে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ‘অভিযোগের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’


এদিন তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ পর চলে যায় বিক্ষোভকারীরা।