রাজীব চৌধুরী, বেলডাঙা: মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga) দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন ৬ জন। অভিযোগ, তৃণমূল (TMC) প্রধানের স্বামীর উপস্থিতিতে সালিশি সভায় গন্ডগোল হয়। তারপর একে অপরের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু’পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ (Police)।


বেলডাঙায়  দুপক্ষের সংঘর্ষ: লাঠি, বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও দু’পক্ষ। সংঘর্ষের মধ্যে চলল ইটবৃষ্টি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা (Beldanga)। ভাইরাল ভিডিও-র (Viral Video) সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, কাটা চুলের ব্যবসার হিসেব নিয়ে শুক্রবার দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এলাকাবাসীর দাবি, স্থানীয় তৃণমূল (TMC) প্রধানের স্বামীর উপস্থিতিতে এই নিয়ে সালিশি সভা বসে। কিন্তু, সেখানে সমাধানসূত্র না মেলায় রাস্তায় চলে আসে অশান্তি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার (Beldanga) কাপাসডাঙায় একটি বাড়ির দোতলায় সালিশি সভা ছিল। সালিশির রায় নিয়ে গন্ডগোল হয়। বেলডাঙার বাসিন্দা নাসিরুদ্দিন বিশ্বাস বলেন, “মোড়লরা ছাদের উপর মীমাংসায় বসে। প্রধান ছিল। উভয় পক্ষের রায় হবে এমন সময় একপক্ষের ছেলে কথা বলতে দ্বিতীয় পক্ষ কথা বলতে হল্লা শুরু হয়। ওদের নিচে নামানো হয়। বাঁশ, লাঠি নিয়ে মারামারি হয়।’’


তুঙ্গে রাজনৈতির তরজা: সালিশিতে স্বামীর উপস্থিতির কথা প্রধানের স্ত্রী জানালেও, মানতে চাননি তৃণমূল (TMC) নেতা। বেলডাঙার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বেলডাঙার তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, “মীমাংসার সময় দু’পক্ষের মধ্যে মারামারি হয়।  দু’পক্ষের সঙ্গে কথা হয়েছে। শুক্রবার এই নিয়ে কথা হবে।’’ মুর্শিদাবাদ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “সংঘর্ষে আহত দু’পক্ষের ৬ জনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ।’’


আরও পড়ুন: Abhishek Banerjee: অস্বস্তি বাড়ল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক-জায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি