রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affairs) রয়েছে। আর তা জেনে ফেলাই যেন অপরাধ হল স্ত্রীর। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে ফেলায় স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল স্বামী। সঙ্গে সঙ্গে আহত ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কাশিয়া ডাঙ্গা গ্রাম এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। এর জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় স্ত্রীকে ধারাল অস্ত্রের কোপ-
মৃত বধূর পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, শরৎ ঘোষ নামে অভিযুক্ত স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিন স্বামীর সেই অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তার প্রতিবাদ করেন স্ত্রী পিঙ্কি ঘোষ। জানা গিয়েছে, এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয় এবং তারইমধ্যে স্ত্রীর গলায় হাঁসুয়ার কোপ বসায় স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে সঙ্গে সঙ্গে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার এমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।
আরও পড়ুন - Murshidabad: বিজেপিতে 'অন্তর্দ্বন্দ্ব',জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে ইস্তফা দুই নেতার।Bangla News
অন্যদিকে, দিন কয়েক আগেই ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় ভিন্ন ভাবে সক্ষম যুবকের। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন! দাবি পরিবারের। পরিবার সূত্রে খবর, মৃত যুবক শারীরিক ভাবে অক্ষম ছিলেন। বয়স হয়েছিল মাত্র ২২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশি এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মাস ছয়েক আগে সংসার ছেড়ে ওই মহিলা পালিয়ে যান। প্রতিবেশি যুবকের সঙ্গেই থাকতে শুরু করেন। কিন্তু কিছু দিন আগে অবস্থা পাল্টাতে শুরু করে। পারস্পরিক ঝামেলা মিটিয়ে স্বামীর কাছেই ফিরে আসার সিদ্ধান্ত নেন ওই মহিলা (Murshidabad Crime News)। সেই মতো সম্প্রতি শ্বশুরবাড়িতে ফিরে আসেন ওই মহিলা। কিন্তু তার পরেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বরং প্রতিবেশি ওই যুবকের সঙ্গে স্বামী-স্ত্রীর ঝামেলা চলছিল। সেই পরিস্থিতিতেই খুন হন ভিন্ন ভাবে সক্ষম ওই যুবক। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। বিষয়টি চাউর হতে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিবার-পরিজনদের সে কথা জানান হাসপাতালের চিকিৎসকেরা।