মুর্শিদাবাদ: জালিয়াতি করে বাবার স্কুলে ছেলের চাকরি!  সুপারিশ, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি (Job), আরও গ্রেফতার। মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitement Scam Case) সহকারী স্কুল ইন্সপেক্টর গ্রেফতার। সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল সিআইডি (CID)। 


নিয়োগ দুর্নীতি মামলায় আগেই রিপোর্ট জমা দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিআইডিও। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দিল সিআইডি। কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য। স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চাইল সিআইডি। অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে, এক সপ্তাহের মধ্যে অনুমতিপত্র, জানাল স্কুল শিক্ষা দফতর। ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


নিয়োগপত্র, সুপারিশপত্র জাল করে ছেলেকেই স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে প্রথমে গ্রেফতার প্রধান শিক্ষক, পরে গ্রেফতার ছেলে। 'একা প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পক্ষে এই কাজ সম্ভব নয়। শেষ ৩-৪ বছর ধরে কী করে বেতন পেয়েছেন নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ?' নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডিকে প্রশ্ন করেছিল হাইকোর্ট ।                                                                                          


আরও পড়ুন, 'আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে', তীব্র ভর্ৎসনা বিচারপতির


সুপারিশ, নিয়োগপত্র জাল করে স্কুলে চাকরি, মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই-ও গ্রেফতার। নিয়োগ দুর্নীতিতে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের ১ কর্মী, এক প্রাক্তন কর্মীও গ্রেফতার।                    


CID সূত্রে দাবি করা হচ্ছে, অনিমেষ তিওয়ারির ফাইলগুলি, ধৃত সরকারি আধিকারিক আপলোড করেছিলেন, বর্তমানে যে গুলোর কোনও খোঁজ নেই। এই মামলাতেই, স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চেয়েছিল CID। সোমবার, স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে অনুমতিপত্র হাতে পেয়ে যাবে CID। 


এদিন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেছেন, প্রশাসন কাজ করছে। দোষীরা শাস্তি পাবে।