রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা : লোকসভা ভোটের মুখে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের এক লপ্তে বেতন বাড়ছে ৪০ হাজার টাকা ! অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল।
গত বছরের সেপ্টেম্বরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ( Mamata Banerjee )। বিধানসভায় বিল পাস হলেও, রাজ্যপাল সেই বিলে সই করেননি। এবার রাজভবনের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে, মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা সংক্রান্ত দুটি বিলে সম্মতি দিয়েছেন সি ভি আনন্দ বোস। এর ফলে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধিতে আর কোনও সমস্যা থাকল না।
গত বছর সেপ্টেম্বরে এই বেতনবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অর্থ সঙ্কটের মধ্যেও বেতন বাড়ানো হয় মন্ত্রী , প্রতিমন্ত্রী, এবং বিধায়কদের। একলপ্তে ৪০ হাজার টাকা বেতনবৃদ্ধির ঘোষণা করা হয়। তবে এই বর্ধিত বেতনের বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি। যদিও নিজের বেতন বাড়াচ্ছেন না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তারপর জটিলতা বাড়ে একটি বিষয় নিয়ে। মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলে সই করেননি রাজ্যপাল। বিশেষ অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারেনি রাজ্য। বিল পেশ করা হয় বিধানসভায়। তার তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিল ছিড়ে প্রতিবাদ জানান তাঁরা। নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগে রাজ্যপালের অনুমোদন লাগে। সেই বিলে এতদিনে সম্মতি দিলেন রাজ্যপাল।
- বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা, তা বেড়ে হল ৫০ হাজার টাকা।
- রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন মাসে ১০ হাজার ৯০০ টাকা বেতন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা।
- এতদিন পূর্ণমন্ত্রীদের বেতন ছিল মাসে ১১ হাজার টাকা। সেটা বেড়ে হল ৫১ হাজার টাকা।
গত বছর বেতন বৃদ্ধির ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রীর কত বেতন বৃদ্ধি হল, তা জানতে চেয়েছিলেন অধ্যক্ষ। তখন মুখ্যমন্ত্রী বলেন, 'এটার কোনও প্রশ্ন নেই। যেহেতু আমি বেতন নেই না, ফলে মুখ্যমন্ত্রীর কোনও বেতন বৃদ্ধি করছি না। '
আরও পড়ুন :
নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী