শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নতুন বছরে বিভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা দিলেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির। একই সুর শাসক দলের অন্য নেতাদের গলাতেও। কিছুদিন পরেই ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেবে, কটাক্ষ বিজেপির।


কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের কথায়, আমরা নতুন বছরে শপথ করছি সবাই একসঙ্গে চলব, মনোমালিন্য কাম্য নয়, ব্যক্তি আক্রমণ করা হবে না।


নতুন বছরে নতুন অঙ্গীকার তৃণমূলের। কোচবিহারে একসঙ্গে চলার ডাক দিলেন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। কখনও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও পার্থপ্রতিম রায়ের লড়াই।


কখনও আবার উদয়নের সঙ্গে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার দ্বন্দ্ব। তো কখনও আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব দলীয় পঞ্চায়েত সদস্যদের। বিভিন্ন সময়ে একের পর এক ঘটনায় সরগরম থেকেছে কোচবিহার জেলা।


সামনেই রয়েছে পুরভোট। এই প্রেক্ষাপটে এবার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ডাক দিলেন তৃণমূলের জেলা সভাপতি। ইংরেজি নববর্ষের দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে শনিবার জেলা পার্টি অফিসে উপস্থিত ছিলেন সব স্তরের নেতারা।


সেখানেই পুরনো কোন্দল ভুলে সংঘবদ্ধ লড়াইয়ের কথা বললেন গিরীন্দ্রনাথ। তাঁর কথায়, একসঙ্গে লড়াই করব, ৬টি পুরসভাই জিতব। 
জেলা সভাপতির সুরে সুর মিলিয়েছেন রবীন্দ্রনাথ এবং উদয়নও। 


তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, একসঙ্গে লড়াই করলে ভাল ফল হয় গত ভোটগুলি দেখিয়েছে।


দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ মঞ্চে দাঁড়িয়ে বলেন, কর্মীদেরও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দায়িত্ব নিতে হবে। তবে মুখে দু’জনই মতানৈক্য মেটানোর কথা বললেও, এদিনও প্রাক্তন ও বর্তমান বিধায়কের মধ্যে কার্যত দূরত্বই দেখা গেল।



নতুন বছরে নতুন অঙ্গীকার তৃণমূলের। কোচবিহারে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক জেলা সভাপতির। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় জানিয়েছেন, এটা দু’দিনের কথা, আবার ঝামেলা শুরু হয়ে যাবে। সবমিলিয়ে বছরের প্রথম দিনও রাজনৈতিক তরজাই সঙ্গী কোচ রাজার জেলায়।