কলকাতা: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। অপরদিকে,হাজরা মোড়ে অভয়া মঞ্চের অভিযানে প্রতিবাদ, কান্নায় ভেঙে পড়লেন কালীগঞ্জে নিহত তামান্নার মা। বললেন, 'মমতার গুন্ডারা আমার মেয়েকে মেরে দিয়েছে..'। আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তামান্নার মায়ের।
মাইক্রোফোন ধরেই অঝোরে কাঁদছেন, আর হাত দেখিয়ে বলছেন, আমার এই যে দুটি হাত, আমার ছোট্ট সোনাকে, তৈরি করেছি, একটু একটু করে, ..মমতাদির গুন্ডারা সেই রক্তে ওখানে লাল করে দিয়েছে। আমি সেই হতভাগী মা। আমি তামান্নার মা। আমার শরীর মেয়ের রক্তে লাল হয়ে গেছে। ওই মমতার গুন্ডারা আমার মেয়েকে মেরে দিয়েছে। আজ আমাকে কোথা থেকে এখানে নিয়ে এসেছে। আমি একজন গরীব পরিবারের মা। গরীব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা। আমি জানি না কথা। আজ এমন পরিস্থিতি হয়েছে, যে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের বিচার এখনও দেবে কিনা জানি না।এখনও ১৪ জন আসামী বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই মমতা..পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না। আমাকে আটকানো যাবে না। মমতার পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জীবন থাকতে, আমি যতদিন বাঁচব, আমি লড়াই চালিয়ে যাব।...আপনারা সবাই আমার পাশে থাকবেন।'
কারও পিঠে কালশিটের দাগ, কারও পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ। পার্কস্ট্রিটে শুভেন্দু অধিকারীদের মিছিলে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ। পুলিশকে চুড়ি, শাঁখা-পলা, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। তাঁদের ডাকে নবান্ন অভিযান। সেখানে তাঁরাই আক্রান্ত বলে অভিযোগ। শনিবার নবান্ন অভিযানের দিনে অভয়ার মা-কেই পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। তাঁর কপাল ফুলে গেছে। ভেঙেছে হাতের শাঁখা।
অন্য়দিকে, শনিবারই নবান্ন অভিযানে নেমে, কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে বেলাগাম আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মমতাকে প্রাক্তন করব। চোর ভাইপোকে জেলে ঢোকাব। আর মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর সেখানে ঢোকাব। ' শনিবার হাওড়ায় পুলিশের সামনেই চুড়ি-শাঁখা পলা তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়। এক আন্দোলনকারী বলেন, 'পুলিশ প্রশাসনের উদ্দেশ্য়ে রাখি নয় চুড়ি, চুড়ি। আপনাদের আমরা চুড়ি দিতে চাই। আপনারা চুড়ি পরে, শাড়ি পরে ঘরে বসে থাকুন। আপনারা দলদাস। আপনাদের রাখি দিয়ে সম্মান দেব না। আমরা আপনাদের চুড়ি দিয়ে সম্মান জানাব। আপনাদের উদ্দেশ্য়ে আজকে রাখির দিনে চুড়ি গিফ্ট করতে চাই আমরা। পুলিশ প্রশাসনকে আমরা চুড়ি দিতে চাইছি,চুড়ি।'