Nabanna Abhijan Protest Rally Live Updates: বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
Nabanna Abhijan Protest Rally Live Updates : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। ধাক্কা দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে সরাল পুলিশ।
১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলা আর মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে আটকাতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের গ্রেফতার প্রতিনিধিদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে লালবাজার অভিযান করা হয়ে বিজেপির তরফে।
বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও থামল না প্রতিবাদ। ছাত্র সমাজের অভিযানে ধুন্ধুমার।
বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধ মানা হবে না বলে জানিয়ে দেওয়া হল নবান্নের তরফে।
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগের বিক্ষোভের আঁচ এবার পাতালেও। সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা।
পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত একাধিক আন্দোলনকারী, জখম চণ্ডীতলা থানার সার্কেল ইন্সপেক্টর।
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার ঠিক করুন।"
নবান্ন অভিযানে যোগ দেওয়া ২৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানালেন সুপ্রতিম সরকার।
বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নবান্ন অভিযান শেষ হতে না হতেই লালবাজার অভিযান বিজেপির। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা-কর্মীরা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপির।
"পুজোর আগে বনধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে", অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্ররোচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
"পুজোর আগে বনধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে", অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্ররোচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
"আগামীকাল বাংলা বনধ হবে না। বিজেপির প্রস্তাবিত বাংলা বনধ রুখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।", জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। লালবাজারের পথে মিছিল বিজেপির।
বাবুঘাটে পুলিশের বাইকে আগুন লাগাল বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস চার্জ করল পুলিশ।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম হাওড়া ব্রিজে। পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে রক্তারক্তি।
"আজকের অরাজকতা দিল্লি নিয়ন্ত্রণ। এটা একটা বড় চক্রান্ত। এটা নবান্ন অভিযান না সমাজবিরোধীদের অভিযান।" তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের।
নবান্ন অভিযানে ছাত্রসমাজের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ। বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে বনধের ডাক দিল গেরুয়া শিবির।
নতুন করে তৈরি উত্তেজনা। বিভিন্ন জায়গায় ভাঙা হল ব্যারিকেড। অভিযান থামাতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। পুলিশের বাধার মুখে পাথরবৃষ্টি বিক্ষোভকারীদের।
ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রে রাজপথ। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের।
রাস্তার উপর ফেলে রাখা গার্ডরেল ভেঙে নবান্নমুখী জনতা। পুলিশি বাধার মধ্যেও প্রতিবাদে সরব মহিলারা।
হাওড়া ময়দানে তুলকালাম। বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ। ইটবৃষ্টিতে আহত চণ্ডীতলা থানার CI, আহত পুলিশকর্মীকে পৌঁছে দিলেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বিক্ষোভ থামছে না। চলছে ধরপাকড়।
পুলিশ মানবঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দমকল এসে জলকামানে জল ভরছে। গার্ডরেলের উপর দাঁড়িয়ে পড়েছে জাতীয় পতাকা নিয়ে মহিলা, পুরুষরা। তীব্র উত্তেজনা ফোরশোর রোডে।
মাথা ফাটল IC চণ্ডীতলা থানার। IC-কে উদ্ধার করে নিয়ে গেলেন বিক্ষোভকারীরাই।
নাগাড়ে জলকামান, হাওড়ায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢাকল রাস্তা
'এদের বাড়িতেও মা-বোন আছে, চুড়ি পরে বসে থাকুন', পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারী
নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র হাওড়া ব্রিজে। ব্রিজের ওপর একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। দাঁড়িয়ে থাকার উপায় নেই। নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিততি হাওড়া ব্রিজে। বিক্ষোভকাীদের ঠেকাতে টানা জলকামান ছোড়া হচ্ছে।
কাঁদানে গ্যাসের শেল, জলকামান, নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজ
হাওড়া ব্রিজে ব্যারিকেডের মাথায় প্রতিবাদী
নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, কোনা এক্সপ্রেসওয়েতে অবস্থান প্রতিবাদীদের
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে নবান্ন যেন দুর্গ। কলকাতা থেকে হাওড়া-দিকে দিকে ব্যারিকেড, মিছিল আটকাতে কন্টেনার।নবান্নমুখী একের পর এক রাস্তা বন্ধ, এজেসি বোস রোডও বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলও, শুধু সরকারি বাসকে ছাড়।
হাওড়া ময়দানে প্রায় ৭ ফুট উচ্চতার ব্যারিকেড। একটা ব্যারিকেডের সঙ্গে আরেকটি লোহার পাত লাগিয়ে ঝালাই করা। সেই ব্যারিকেড আবার বাঁশ দিয়ে বাঁধা। ব্যারিকেডের সামনে রাস্তায় গর্ত খুঁড়ে বসানো হয়েছে লোহার পাইপ। সেই পাইপও সিমেন্ট দিয়ে বন্ধ করা রয়েছে। পিছনে লোহার বিমের ছাউনি। গার্ডরেল পাকাপোক্ত করতে মাঝখানে রাখা হয়েছে বালির বস্তা।
ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ।
হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়।
'হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র'
নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
'স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন ৪ ছাত্র'
'আচমকা মধ্যরাতের পর থেকে তাদের আর খোঁজ মিলছে না'
'এই ৪ ছাত্র হল শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার'
'ফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না'
'আমাদের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের গ্রেফতার বা আটক করেছে'
'তাদের কিছু হলে সেই দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে'
নিজের এক্স হ্যান্ডলে কড়া আক্রমণ করে পোস্ট শুভেন্দু অধিকারীর
গোলাবাড়ি থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের
অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নিখোঁজদের পরিবার
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, আগামীকাল এই মামলার শুনানি
এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী প্রতিটি রাস্তাই পুলিশে ছয়লাপ। বেলা বাড়ার সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু ও অ্যাপ্রোচ রোডগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হওয়ায়, বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দিয়েছে পুলিশ।
শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও শক্তিপ্রয়োগ নয়। আমি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার কথা মনে করিয়ে দিতে চাই। নবান্ন অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন ও তার আশপাশের এলাকা। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে কাঁদানে গ্যাসের শেল। সকাল থেকে নবান্ন ও সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতে না পারেন, তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে চলছে পুলিশি নজরদারি।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্লু প্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়ার সিপি ও পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠক করেন। সূত্রের খবর, হাওড়া ময়দান, ফোরশোর রোড ,মন্দিরতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসছে ব্যারিকেড। লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা। চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামবেন ২১০০ পুলিশ কর্মী।
হাওড়া ছাড়াও কলকাতা-সহ অন্যান্য কমিশনারেট থেকেও আনা হচ্ছে ফোর্স। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন, নবান্ন, সাঁতরাগাছির আশপাশের হোটেলগুলির রেজিস্টার।
সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ। মঙ্গলবার শহরের একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, রিমাউন্ট রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড-সহ আরও কয়েকটি রাস্তায়পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।
আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনার নিন্দা করেছেন ইউসুফ পাঠান। সারা দেশে ঘটে চলা একইরকমের বিভিন্ন ঘটনার দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজকের নবান্ন অভিযান তাঁদের কোনও কর্মসূচি নয়। তাই এই অভিযানে তাঁরা অংশ নিচ্ছেন না বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থেকে তাঁরা জানিয়েছেন, আগামী বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁরা মিছিল করবেন।
ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। অবৈধ বলল নবান্ন। পুলিশের পোশাকে গুলি চালানোর ছক, দাবি তৃণমূলেরও। ভয় পাচ্ছে সরকার, পাল্টা সুকান্ত।
প্রেক্ষাপট
কলকাতা : বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও থামল না প্রতিবাদ। ছাত্র সমাজের অভিযানে ধুন্ধুমার।
বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধ মানা হবে না বলে জানিয়ে দেওয়া হল নবান্নের তরফে।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে গ্রেফতার হয়েছে মোট ১২৬ জন। তার মধ্যে ১০৩ জন পুরুষ ও ২৩ জন মহিলা। এই অভিযানে জখম হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী। জানানো হল কলকাতা পুলিশের তরফে।
পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত একাধিক আন্দোলনকারী, জখম চণ্ডীতলা থানার সার্কেল ইন্সপেক্টর।
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার ঠিক করুন।"
নবান্ন অভিযানে যোগ দেওয়া ২৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানালেন সুপ্রতিম সরকার।
বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নবান্ন অভিযান শেষ হতে না হতেই লালবাজার অভিযান বিজেপির। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা-কর্মীরা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপির।
"পুজোর আগে বনধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে", অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্ররোচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
"আগামীকাল বাংলা বনধ হবে না। বিজেপির প্রস্তাবিত বাংলা বনধ রুখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।", জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। লালবাজারের পথে মিছিল বিজেপির।
বাবুঘাটে পুলিশের বাইকে আগুন লাগাল বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস চার্জ করল পুলিশ।
নতুন করে তৈরি উত্তেজনা। বিভিন্ন জায়গায় ভাঙা হল ব্যারিকেড। অভিযান থামাতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। পুলিশের বাধার মুখে পাথরবৃষ্টি বিক্ষোভকারীদের।
ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রে রাজপথ। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের।
রাস্তার উপর ফেলে রাখা গার্ডরেল ভেঙে নবান্নমুখী জনতা। পুলিশি বাধার মধ্যেও প্রতিবাদে সরব মহিলারা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। কিন্তু সেই অভিযানকে বেআইনি, অবৈধ বলে, কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। তৃণমূলের মতোই, আন্দোলনের নামে দুষ্কৃতী ঢুকিয়ে হিংসার চক্রান্ত দেখছে পুলিশও। ভিডিও প্রকাশ করে পুলিশ দাবি করছে, রবিবার সকালে, হায়াত রিজেন্সিতে এক নেতার সঙ্গে বৈঠক করেছেন এই সংগঠনের এক প্রতিনিধি।
মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে তৃণমূলের সুর আর পুলিশের দাবি কার্যত মিলেমিশে এক হয়ে গেছে। ভিডিও প্রকাশ করে রাজ্য় পুলিশ দাবি করেছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের এক সদস্য় রবিবার একটি পাঁচতারা হোটেলে এক রাজনীতিবিদের সঙ্গে দেখা করেছেন।
আর জি করকাণ্ডের প্রতিবাদ। মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে নবান্ন অভিযানের ডাক 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -