কলকাতা: গতকাল স্বরাষ্ট্র দফতরের পর আজ আচমকা অর্থ দফতরে গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee) । নবান্নে ঢোকার পর সরাসরি অর্থ দফতরে যান মুখ্যমন্ত্রী। গতকাল স্বরাষ্ট্র দফতরে কর্মীসংখ্যা কম থাকায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তবে আজ অর্থ দফতরে যথেষ্ট সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অর্থ দফতরের (Finance Department) কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে অর্থ সচিবের ঘরেও যান মুখ্যমন্ত্রী। 


অর্থ দফতরে গেলেন মুখ্য়মন্ত্রী: বুধবার নবান্নে ঢুকে সটান স্বরাষ্ট্র দফতরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Nabanna)। বুধবারের পর বৃহস্পতিবার তিনি হাজির হয়েছিলেন অর্থ দফতরে। এদিন অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। যদিও সেই সময় কর্মী সংখ্যা যথেষ্ট ছিল বলেই সূত্রের খবর। দফতরে ঢুকে কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। 


বুধবার নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠক ছিল। সেই উপলক্ষে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন বেলা ১২টা বেজে ০৫ মিনিট। কিন্তু রোজকার মতো ১৪ তলায় না গিয়ে, এ দিন লিফট থেকে হঠাৎ চারতলায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী দেখেন, তখনও সিংহভাগ কর্মী অনুপস্থিতি। তাতে ক্ষোভ প্রকাশ করেন। এমনিতেই ১০ মার্চ, বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল, অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। সেই আবহেই এ দিন নবান্নে স্বরাষ্ট্র দফতরে সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সিংহভাগ কর্মী উপস্থিত না হওয়ায়, চেয়ার টেবিল ফাঁকা দেখে ক্ষুব্ধ হন তিনি। 


নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতরের কর্মীদের অনুপস্থিতি দেখে বিরক্ত হন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, "এত বেলা হয়েছে। এখনও আসেনি কেন? এরা কোথায়?" তাতে উপস্থিত স্বরাষ্ট্র দফতরের এক কর্মী বলেন, এখন তো ১২.১০। সবাই এখনও এসে পৌঁছয়নি। এর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে থাকা এক অফিসারকে নির্দেশ দেন, "যাঁরা এখনও আসেননি, তাঁদের নামের তালিকা তৈরি করুন।" অন্য এক অফিসারকে ফাঁকা টেবিল চেয়ারগুলির ছবি তুলতে বলেন। নবান্ন সূত্রে খবর, এ দিন মিনিট ছয়েক চার তলার স্বরাষ্ট্র দফতরে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর লিফটে ১৪ তলায় নিজের চেম্বারে চলে যান।


আরও পড়ুন: North 24 Parganas News: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'