আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, হাওড়া : সোমবার নবান্নে (Nabanna) বৈঠকের পরে ব্যাপক রদবদল হতে পারে রাজ্য মন্ত্রিসভায়। জল্পনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি কামরাজ-মডেলের মতো সবাইকে ইস্তফা দিতে বলবেন? না কি দফতর বদলের মধ্যেই তা সম্পন্ন হবে? এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরে পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর সম্ভাবনাও আছে।
মন্ত্রী পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে দেওয়ার সঙ্গেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এই রদবদল হতে পারে। বিভিন্ন মহলে কৌতুহল, কামরাজ-প্ল্যানের আদলে কি সমস্ত মন্ত্রীকে পদত্যাগ করতে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না কি ব্যাপক রদবদলের মধ্যেই মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে?
দু'রকম সম্ভাবনার কথা শোনা যাচ্ছে
রাজনৈতিক মহলে দু’টি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথম সম্ভাবনা - বিভিন্ন মন্ত্রীর দফতর বদলাতে পারেন মুখ্যমন্ত্রী। খারাপ পারফরম্যান্সের জন্য কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। মন্ত্রিসভায় আনা হতে পারে বেশ কিছু নতুন মুখ।
দ্বিতীয় সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পরে তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে গোটা মন্ত্রিসভাই ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুরনো ও বেশ কিছু নতুন মুখের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন তিনি।
কামরাজ প্ল্যান
এই সম্ভাবনার সঙ্গে অনেকেই ৫৯ বছর আগের বহু চর্চিত কামরাজ-প্ল্যানের তুলনা টেনে আনছেন। পরপর নির্বাচনে জিতবার পরেও ১৯৬৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে মাদ্রাজের তৎকালীন মুখ্যমন্ত্রী কামরাজ প্রস্তাব দেন সংগঠনের স্বার্থে দলের সমস্ত সিনিয়র নেতা যাতে মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজ করেন। প্রস্তাব মেনে লালবাহাদুর শাস্ত্রী-সহ ৬ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী এবং কামরাজ-সহ ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করে সংগঠনের হাল ধরেন। সেই কামরাজ মডেলই কি অনুসরণ করবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে জল্পনা।
রাজ্য মন্ত্রিসভার বর্তমান অবস্থা
রাজ্য মন্ত্রিসভায় এখন মুখ্যমন্ত্রী-সহ মোট ৪০ জন মন্ত্রী আছেন। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে ধরলে, পূর্ণমন্ত্রী ২০ জন, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৯ জন, প্রতিমন্ত্রীর দায়িত্বে। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। তাঁদের দফতর খালি। দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পরে পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় সেই শূন্যপদে নতুন কাদের দেখা যাবে? জল্পনা চলছে বাবুল সুপ্রিয়, তাপস রায় এবং পার্থ ভৌমিকের নাম নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামও জড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি খুইয়েছেন পরেশ-কন্যা। দলের ভাবমূর্তির কথা মাথায় রেখে পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরাতে পারেন মুখ্যমন্ত্রী।
রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সম্ভাবনা সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত নথি ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছে।
আরও পড়ুন- 'হরিদাস ভাইপো চাকরিপ্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে', আক্রমণ সৌমিত্র খাঁয়ের