প্রদ্যোৎ সরকার, নদিয়া: কালীগঞ্জে (Kaliganj) পুলিশকে (Police) লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে কালীগঞ্জের (Kaliganj) মোলান্দি এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তাঁরা এলাকাটি ঘিরে রাখেন। এরপরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন। বুধবার সন্ধ্যায় তিনটি ড্রামে ২৭টি বোমা ছিল, বোমা গুলি নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
Nadia: পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, এবার সেই কালীগঞ্জেই বোমা উদ্ধার
ABP Ananda | Goutam Roy | 09 Mar 2023 10:53 AM (IST)
Nadia News: গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।
প্রতীকী ছবি