সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে তৃণমূল পার্টি অফিসে গুলি চালানোর ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস লক্ষ্য করে গুলি চলে। ওই ঘটনায় গতকাল কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ মাদক মেলে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গুলিকাণ্ডে ২ জনকে গ্রেফতার করা হয়। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। 


উল্লেখ্য, দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ চলাকালীন কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি ও গুলি চলে। আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে খবর, ২৬ অগাস্ট রাতে তৃণমূল কার্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ চলছিল। অভিযোগ, ৭-৮ জন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে।


পালানোর সময় গুলি চালায়। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এর আগে গত ২০ অগাস্ট উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূল নেতা ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ক্যামেরাবন্দি হয় হামলার ছবি। এদিন রাত ১১টা নাগাদ ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।


তৃণমূল নেতার দাবি, স্কুটার আরোহী তিন দুষ্কৃতী বোমা ছুড়ে পালিয়ে যায়। সেই সময়ে বাড়িতেই ছিলেন ব্যারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য। ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। রাতেই সেখানে যান তৃণমূলের অন্য নেতারাও। বোমাবাজির নেপথ্যে রাজনীতি না কি ব্যক্তিগত শত্রুতা, তা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারে সিবিআই


আরও পড়ুন: মেদিনীপুরে জোড়া শ্যুটআউট; ধাবা-শ্মশানে গুলি বর্ষণে আতঙ্ক