নদিয়া: মোদির সিঙ্গুরে সভার দিনেই হুঙ্কার অভিষেকের। গত বছর থেকে কে কোথায় কত স্কোর করবে, তা নিয়ে টার্গেট বেঁধে থেকে শুরু করে ভবিষ্যতবাণী চলছে শাসক ও বিরোধী দলগুলির তরফে। এবার ছাব্বিশের ভোটের আগে নদিয়াতেও ৮-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদি এবার অভিষেকের চ্যালেঞ্জকে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা সজল ঘোষ।

Continues below advertisement

আরও পড়ুন, রাজ্যে এসে "চাকরি" নিয়ে কী বার্তা প্রধানমন্ত্রীর ? "তৃণমূল তো বাংলার মানুষের উপরেই নিজের শত্রুতা বার করছে.."

Continues below advertisement

এদিন চাপড়ার সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, একটা বিধানসভা ছাড়া, সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাষিত বা আশানুরূপ ফল হয়নি। ..৮-০ তৃণমূলের পক্ষে করতে হবে। ..আর বাকি বিজেপিকে ৫০ এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের।যারা এখানে আছে।' পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আপনি তো যেখানেই যাচ্ছেন, সেখানেই শূন্য করে দিচ্ছেন। তো আমরা ভাবছি, পশ্চিমবঙ্গে আমরা আর আসনই পাবো না। ২৯৪ টাই মনে হচ্ছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এখন ওনার মানুসিক অবস্থা ঠিক নেই। যেভাবে সতীদাহের বদলে পতিদাহ শুরু করেছেন, তারপরে এই যে মজা করার কথাগুলি বলে বেড়াচ্ছেন, ৮-০ করে দেব, ১১-০ করে দেব, ১০-০ করে দেব। আসলে শূন্যতে ওনাকেই নির্বাচনের পর ফিরতে হবে।  একজন অতিবড় পলিটিশিয়ান তিনিও কখনও বলতে পারেন না যে, বিরোধী দলকে শূন্য করে দেবে প্রত্যেকটা জেলায়। এই সব মূর্খের ভাষণে কোনও লাভ হবে না। সেই ভাষণের কোনও প্রতিক্রিয়াও হয় না।  

সিঙ্গুরে নরেন্দ্র মোদি, চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। রবিবার দুপুরে সিঙগুরের মাটিতে দাঁড়িয়ে বারবারে শুধু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত রাখার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদি। তখন চাপড়ার রোড শো থেকে পাল্টা বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  অপরদিকে,  প্রধানমন্ত্রী বলেন, "বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠন খুবই জরুরি। যখন বামেদের সরকার ছিল ত্রিপুরায় ৪টি ঘরে নলবাহিত জল আসত। এখন ৮৫ শাংশ ঘরে নলবাহিত জল আসে। যদি ত্রিপুরায় বিজেপি না আসত, বাংলায় বিজেপি এলে এখানের হাল পাল্টাবে। বাংলা থেকে তৃণমূলের মহাজঙ্গলরাজ যাওয়া ও বিজেপির সুশাসন আসা খুব জরুরি, এই জন্য বিদ্য়াসাগরের পথে চলা খুবই জরুরি। বাংলার বোন-মেয়েরা নিজের আওয়াজ জোররালো করতে হবে। "