সুজিত মণ্ডল, নদিয়া : কখনও তৃণমূলের ( TMC ) মঞ্চে পুলিশকে ( Police )সম্বর্ধনা ! তো, কখনও তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে হাজির ওসি ( OC ) । সাম্প্রতিককালে এইভাবে বারবার বিতর্কে জড়িয়েছেন উর্দিধারীরা!  আর এবার সরাসরি যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় চলে এলেন একজন কনস্টেবল।  যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নদিয়ায়! বিতর্কের সূত্রপাত এই তালিকা নিয়ে।

তৃণমূলের পদে পুলিশ!
বৃহস্পতিবার, শান্তিপুর ব্লক বি-র নতুন পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে যুব তৃণমূল। তাতে ব্লক সম্পাদকের তালিকায় নাম রয়েছে, সঞ্জিৎ সরকারের।  যিনি কৃষ্ণনগর পুলিশ লাইনের জুনিয়র কনস্টেবল পদে কর্মরত।  এই তালিকা সামনে আসার পরই, তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কটাক্ষ করে বলেছেন,'পুলিশ কর্মী হয়ে তিনি কী করে রাজনীতি করতে পারেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। ... আমরা প্রশাসনকে বলব, অবিলম্বে ব্যবস্থা নিতে।' 

এই ঘটনা নিয়ে বিতর্ক শুরুর পরই, তড়িঘড়ি তাঁর নাম তালিকা থেকে বাদ দিয়েছে তৃণমূল। শান্তিপুর বি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, পরেশ বিশ্বাসের 'ভুল করেই নামটি সম্পাদক পদে রাখা হয়েছে। ওই নামটি সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পেরেছি উনি পুলিশ কর্মী। তাই পুলিশ কর্মী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।'


'কিছুই জানি না'


অন্যদিকে, যাঁর নাম যুব তৃণমূলের সাংগঠনিক পদাধিকারীদের তালিকায় ওঠা নিয়ে এত বিতর্ক, সেই জুনিয়র কনস্টেবলের দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গও তিনি জানেন না! সঞ্জিৎ সরকার জানালেন, ' ভুলবশত ওরা আমার নামটি দিয়ে দিয়েছে এবং আমার কাছে বিষয়টি স্বীকারও করেছে। কোনও দল আমি করি না। মিটিং-মিছিলে থাকি না। তারপরেও কেন আমার নামটি থাকবে, এই নিয়ে জিজ্ঞাসা করি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। তারা জানিয়েছে ভুলবশত হয়ে গেছে, আমরা এটা সংশোধন করে নেব। বিষয়টি আমার অজান্তে তৃণমূল কংগ্রেসের যুব কমিটিতে নাম রাখা হয়েছে। আমি এসবের কিছুই জানি না।'

এর আগে গত বছর নভেম্বরে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে, তৃণমূল বিধায়কের জন্মদিনে হাজির ছিলেন খোদ ওসি।
এই ঘটনার এক মাসের মধ্যেই ৮ ডিসেম্বের, পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে তৃণমূলের মঞ্চে অন ডিউটি ওসি ট্রাফিককে সম্বর্ধনা জানানো হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেও বিতর্কের ঝড় বয়ে যায়। আর এবার যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম ওঠা ফের মাথাচাড়া দিল বিতর্ক।