নাকাশিপাড়া (নদিয়া) : গেমের পাসওয়ার্ড না দেওয়ায় খুনের অভিযোগ ! নদিয়ার নাকাশিপাড়ায় খুন নবম শ্রেণির এক ছাত্র । টিউশন থেকে বেরোতেই গলায় ফাঁস দিয়ে তাকে খুন করা হয়। ঘটনায় ইতিমধ্যে ২ নাবালক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, যেটা প্রাথমিক পর্যায়ে জানতে পারা গেছে সেটা হচ্ছে Free Fire যে গেম আছে সেই গেমের আইডিটা যে খুন হয়েছে সেই কিশোর নিয়ে রেখেছিল। অভিযুক্তের আইডি ছিল ওটা। বারবার বলার পরেও সেটা দিচ্ছিল না। তারই প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে। সেটা অভিযুক্ত তাদের কাছে স্বীকারও করেছে বলে দাবি তাঁর।
কেতুগ্রামে খুন !
একদিকে যখন আরজি কর কাণ্ডের পর প্রশ্নের মুখে নারী সুরক্ষা, প্রতিবাদের ঢেউ দিকে দিকে। আর এই পরিস্থিতিতেই দিনকয়েক আগে ফের ভয়াবহ ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে !
কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস-সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করে।
বসিরহাটে খুন !
চলতি মাসেই ঘটে অপর একটি চাঞ্চল্যকর ঘটনা ! বাবাকে বেঁধে রেখে মাকে ধারালো বটি দিয়ে খুন করে ছেলে। থানায় অভিযোগ দায়ের বাবার, পলাতক গুণধর ছেলে। ভয়াবহ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আধার মানিক এলাকায়।
বছর ৩০,এর রাজু সানা পেশায় গাড়ির চালক। রাত্রিবেলা রাজু বাড়ি ফিরলে মা আলপনা সানা-৫৯ তার সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়ে তর্কাতর্কি হয়। বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করলে প্রথমে বাবাকে মারধর করে। তারপরে দড়ি দিয়ে বেঁধে রাখে ঘরের মধ্যে। সবজি কাটার ধারালো বটি ছিল, ছেলে সেই বটি দিয়ে মাকে কুপিয়ে খুন করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বাবা সুরঞ্জন সানা ছেলে রাজু সানার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।