সুজিত মণ্ডল, নদিয়া: MBBS-কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! প্রতারণার (Fraus) শিকার আসানসোলের (Asansol) এক পরিবার। তদন্তে নেমে ২ তরুণী-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের রয়েছে বিহার যোগ, দাবি পুলিশের। 


MBBS-কোর্সে ভর্তির নামে প্রতারণা! লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণার শিকার আসানসোল ও বনগাঁর (Bongaon) ২ পরিবার। প্রতারণাকাণ্ডে বিহার-যোগ। আসানসোলের (Asansol) বাসিন্দা, অভিযোগকারী পরিবারের দাবি, কল্য়াণীর (Kalyani) জেএনএম হাসপাতালে MBBS কোর্সে ভর্তি করে দেওয়া হবে বলে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এক ব্য়ক্তি। 


তিনি নিজেকে ওই হাসপাতালের কর্মী পরিচয় দেন। পরিবারের দাবি, বিশ্বাস অর্জন করতে, হাসপাতালের কাগজপত্র, টাকা নেওয়ার বিল, ভর্তির ফর্ম এসবও দেন ওই ব্য়ক্তি। অভিযোগ, বিনিময়ে ৬ লক্ষ টাকা নেন ওই ব্য়ক্তি। এরপর, ইন্টারভিউ-র দিন হাসপাতালে ছাত্রী হাজির হতেই দেখা যায় পুরো বিষয়টিই ভুয়ো। শেষমেষ পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। 


অভিযোগকারী আশিষ শর্মা (Asish Sarma) বলছেন, 'বলেছে, মিজোরামের কোটায় পাইয়ে দেব। ৬ লক্ষ টাকা দিই। আমার মেয়ে। এখানে অভিযোগ করি। ফোনে যোগাযোগ করে। ফোনেই সবটা। উনি একা না'। কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্য়ায়ের কথায়, আমাদের কাছে যে কাগজ দেয়, দেখি সব জাল। এক দেডড় মাস আগেও এমন ধরা পড়ে। আমার মন হয় এটা বড় চক্রান্ত। তদন্তে নেমে ২ তরুণী ও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা। প্রতারণাকাণ্ডের সঙ্গে কি বিহারের কোনও গ্য়াং জড়িত? চক্রের নেপথ্য়ে আর কারা? খতিয়ে দেখছে পুলিশ।  


আরও প্রতারণা: কিছুদিন আগেই বর্ধমানে রেলে ভুয়ো চাকরির প্রতারণা চক্রের পর্দাফাঁস করে RPF। মূল পাণ্ডা-সহ ৭ জনকে গ্রেফতারও করা হয়। জাল নথি ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রাবার স্ট্যাম্প-সহ বিভিন্ন সামগ্রী। চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ। 


পাশাপাশি চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। রাস্তায় দাঁড় করিয়ে শাসকদলের অভিযুক্ত কর্মীকে সপাটে চড় কষালেন প্রতারিত মহিলা। অভিযুক্তকে নিয়ে চলে টানাহেঁচড়াও। আক্রান্ত হন তৃণমূল কর্মীর স্ত্রীও। মারধরের ছবি ভাইরাল হয়। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কয়লাঘাটা এলাকায়। অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপন দাস। প্রতারণার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দাবি করেন, তিনি টাকা ধার নিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।