নদিয়া: নদিয়ার চাকদায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দোকানের সামনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সকালে দোকান খুলতেই সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তৃণমূল পরিচালিত কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডল। ব্যাগে ৬টি বোমা রাখা ছিল। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। তৃণমূলেরই ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, পাল্টা দাবি করেছে বিজেপি। 


গতকালই পুরনো লোহালক্কড় ঝাড়াইবাছাই করতে গিয়ে সকেট বোমা বিস্ফোরণ ঘটে। বীরভূমের কীর্ণাহারে এক কিশোর সহ আহত ২। ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি।



  • মাড়গ্রাম(০৪.০২.২৩): বিস্ফোরণে মৃত ২ 

  • কীর্ণাহার(০৩.০৫.২৩): বিস্ফোরণে আহত ২


বার বার বীরভূম। আবার বোমা বিস্ফোরণ। আবার গতকাল আহত নাবালক। বীরভূমের কীর্ণাহারে সকেট বোমা ফেটে আহত হল এক কিশোর সহ দুজন। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। 


স্থানীয় সূত্রে খবর, লোহালক্কড়ের ব্যবসা করেন সরডাঙা গ্রামের বাসিন্দা শেখ মঞ্জু। এই বাড়িতে মজুত করে রাখা ছিল সেইসব জিনিস। তার মধ্যে ছিল একটি সকেট বোমা। এদিন ঝাড়াইবাছাই করার সময় বোমাটি ফেটে যায়। গুরুত্বর আহত হয় শেখ মঞ্জুর ১৫ বছরের ছেলে উজ্জ্বল। 


তানজিলা বিবি নামে এক মহিলাও বোমার আঘাতে আহত হন। দু'জনকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লালটু শেখ এবং দলীয় কর্মী নিউটন শেখের। 


গত বছরের ২৩ ডিসেম্বর মাড়গ্রামেই মামাবাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালক ভাইয়ের। চোখ হারায় আর এক ভাই। বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। শুধু বীরভূম নয়, এর আগে বোমায় শৈশব রক্তাক্ত হয়েছে বহু জেলায়। 



  • মাথাভাঙায় বোমায় জখম বালক (০১.০১.২৩)

  • মানিকচক: বোমায় জখম শিশু (২২.১১.২২) 

  • কুলপি: বিস্ফোরণে জখম কিশোর (১৭.১১.২২)

  • মিনাখাঁ: বিস্ফোরণে মৃত শিশু (১৬.১১.২২) 

  • সাঁইথিয়া: বোমায় জখম কিশোর (১৪.১১.২২)

  • কাঁকিনাড়া: বিস্ফোরণে শিশু-মৃত্যু (২৫.১০.২২)


এবার কৈশোর রক্তাক্ত হল কীর্ণাহারে। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।