শান্তিপুর : অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই 'শাস্তি'-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। Santipur State General Hospital
ওই শিশুর বাবা বলেন, "হাসপাতালে নিয়ে যাই। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখতে দেখতে আমরা মেয়ে ওখানেই বমি করে। মেয়ের ইঞ্জেকশন দিয়েছে, নিয়ে গেলাম ইঞ্জেকশন দেওয়াতে। এরপর ডাক্তারবাবু লোক পাঠান, বাচ্চার বাবা কোথায় খোঁজ করার জন্য। যে, বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। হাতে ইঞ্জেকশন দেওয়া রয়েছে। আর এদিকে বাচ্চার বাবা কোথায় বলে খোঁজ করছে। আমি গেলাম। বলছে, বমিটা পরিষ্কার করে দিন। আমি বললাম, বমিটা আমি পরিষ্কার করব মান। তাহলে সুইপার ? বললেন, সুইপার নেই। আপনাকেই পরিষ্কার করতে হবে। আপনার বাচ্চা বমি করেছে। আপনি ট্রেনে-বাসে যান, যদি আপনার বাচ্চার বমি করে, আপনি পরিষ্কার করবেন না ? আমি বললাম, ট্রেনে বাসে সুইপার থাকে না স্যার। এখানে সুইপার থাকে। এখানে সুইপার নেই। আপনি আমার নামে যেখানে খুশি অভিযোগ করতে পারেন। আমার খুব মান-সম্মানে লেগেছে।" Nadia News
অভিযুক্ত ডাক্তার বলেন, "আমার যেহেতু রাতে কোনও সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হত। ওঁর বাচ্চার বমি পরিষ্কার করতে যদি ওঁর কোনও অসুবিধা হয়, তাহলে তো আমাকেই পরিষ্কার করতে হয়। রাতে সেই সময় কোনও সুইপার ছিলেন না। সেই সময় প্রচুর সংখ্যক রোগী আসছেন। বমির উপর পা দিয়ে রোগী দেখতে হচ্ছে। সেক্ষেত্রে যদি বলা হয় আমার অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। হাসপাতালে সুইপার আছেন। কিন্তু, পর্যাপ্ত সংখ্যক সুইপারের অভাব রয়েছে। তারজন্য এটা হয়েছে। তার মানে জোরপূর্বক করিয়েছি এটা কোনওদিনই সম্ভব নয়। রাতে ডাকা সত্ত্বেও, সুইপার পাইনি। "
আরও পড়ুন ; 'মধ্যযুগীয় ব্যবস্থা', শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব