সুজিত মণ্ডল, নদিয়া: ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা। যার জেরে মৃত্য়ু হল ২ জনের। একজন গুরুতর আহত হয়েছেন। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Continues below advertisement

স্থানীয় সূত্রে খবর, একটি বেআইনি কাট আউটকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটে। ওই কাট আউটে কোনও সিগনাল ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রতিদিনই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক পারাপার করেন। অভিযোগ, সেই কাটা আউটের মুখেই দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পঞ্চাশোর্ধ্বর। মৃতের নাম উত্তম রাজবংশী। তাঁর বয়স ৫৮। তিনি শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। অপর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বেআইনি কাটা আউট বন্ধ করা ও জাতীয় সড়কে যথাযথ ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

Continues below advertisement

গত বছরের শেষে মুম্বইয়ে হয়েছিল ভয়াবহ বাস দুর্ঘনা

গত বছরের ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল মুম্বইয়ের রাস্তায়। একটি বাস পিষে দিয়েছিল ৪ জনকে। আরও ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিলমৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা এবং এক ব্যক্তি। একটি BEST বাস অর্থাBrihanmumbai Electric Supply and Transport- এর বাস পিষে দিয়েছিল ৪ জন পথচারীকে। মুম্বইয়ের ভান্ডুপে ঘটেছে এই দুর্ঘটনা। সোমবার রাত সাড়ে ৯টার আশপাশে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশআহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, Brihanmumbai Electric Supply and Transport হল দেশে সবচেয়ে বড় পাবলিক বাস চালানোর সংস্থা। তাদের বাসেই যাকে BEST বাস বলা হচ্ছে, সেখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

মুম্বই পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরেছে ওই বাসটি। তবে কেন ওই বাস নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাসের গতি বেশি ছিল নাকি বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, কিংবা চালকের কোনও সমস্যা ছিল কিনা বা অন্য কোনও অসুবিধা দেখা দিয়েছিল কিনা - সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখেছিল মুম্বই পুলিশ