সুজিত মণ্ডল, নদিয়া: উপনির্বাচনের আগে নদিয়ার শান্তিপুরে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল। সংগঠন মজবুত করতে কর্মী সম্মেলন শুরু করেছে জেলা নেতৃত্ব। আর এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।


ভবানীপুর-সহ ৩ বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। কিন্তু এখনও দিন ঘোষণা না হলেও, উপনর্বাচনের জন্য নদিয়ার শান্তিপুরে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলীয় সংগঠনকে মজুবত করতে কর্মী সম্মেলন শুরু করেছেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা নবনিযুক্ত সভানেত্রী।


শাসক দল সূত্রে খবর, কোথায় খামতি থাকলে, তা পূরণ করতেই ছোট ছোট বৈঠক, কর্মিসভায় জোর দেওয়া হয়েছে। একুশের ভোটে শান্তিপুর বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি।


কিন্তু, ভোটে জিতলেও জগন্নাথ সরকার পদত্যাগ করে রানাঘাটের সাংসদই থেকে যান। আর তখন থেকেই শান্তিপুর কেন্দ্রটি ফাঁকা পড়ে রয়েছে। ফলে উপনির্বাচন হওয়ার কথা এই বিধানসভা কেন্দ্রে। এই অবস্থায় তৃণমূলের ভোট প্রস্তুতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শান্তিপুর তাদেরই থাকবে বলে দাবি করেছে গেরুয়া শিবির। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই যুযুধান দুই দলের তরজায় সরগরম শান্তিপুর।


রাজ্যে ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার মধ্যে, শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর আগে ফের বঙ্গে ভোট। আজই রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুযায়ী, পুজোর আগেই উপনির্বাচন হবে ভবানীপুরে। ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর একই সঙ্গে ৩ কেন্দ্রের ভোটগ্রহণ। গণনা ৩ অক্টোবর।


রাজ্যে যে ৫টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, সেগুলি হল দক্ষিণ কলকাতার ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। নদিয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা। রাজ্যের ৫ বিধানসভার উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, এদিন শুধু ভবানীপুরের নামই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে নির্বাচন কমিশন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ভোট ঘোষণা করেছে। 


গত ২৬ এপ্রিল সপ্তম দফায় এই দুই বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় ২ দলের দলীয় প্রার্থীদের মৃত্যু হওয়ায় ২ কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়। অন্যদিকে, 
বিধানসভা ভোটে খড়দা ও গোসাবায় জয়ী হয় তৃণমূল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে দুই জয়ী প্রার্থী কাজল সিন্হা ও জয়ন্ত নস্করের মৃত্যু হওয়ায়, ফের উপনির্বাচন করাতে হবে ওই দুই কেন্দ্রে।


উল্লেখ্য, মনোনয়ন জমার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। স্ক্রুটিনি ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।  ৩ অক্টোবর জানা যাবে ৩ কেন্দ্রের ভোটের ফল।