সুজিত মণ্ডল, নদিয়া: নেশা করা নিয়ে বরাবর অশান্তি লেগেই থাকত। কিন্তু অশান্তি এ বার অপরাধের আকার নিল নদিয়ায় (Nadia News)। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমন্ত কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে (Murder Accusation)। ঘটনার পর থেকেই পলাতক অভিযযুক্ত যুবক। তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। 


নেশাগ্রস্ত অবস্থায় ঘুমন্ত কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ


নদিয়া জেলার শান্তিপুর (Shantipur News) থানা এলাকার ফুলিয়া দিব্য়ডাঙা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সরকার। বয়স হয়েছিল ৬২ বছর। অভিযুক্ত তাঁর ভাইপো, বিজয় সরকার। মঙ্গলবার দুপুরে ধারাল অস্ত্র দিয়ে তিনি কাকাকে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ সামনে এল। 


এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরঞ্জন প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। তা নিয়ে অশান্তি লেগেই থাকত বাড়িতে। মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই চাষের জমিতে কাজ করছিলেন তিনি। কাজ করার ফাঁকে এক সময় একটি আমবাগানে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েন। 


আরও পড়ুন: Durgapur Steel Plant : বোনাসের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে মানববন্ধন, সামিল ডান-বাম সব শ্রমিক সংগঠন


সেই সময়ই ধারাল হাসুয়া দিয়ে তাঁকে বিজয় তাঁকে কোপান বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ঘুমন্ত অবস্থায় নিরঞ্জনকে হাসুয়া দিয়ে কোপাতে শুরু করেন বিজয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জনের। বিষয়টি নজরে পড়তে স্থানীয়রাই শান্তিপুর থানায় খবর দেন। তার পর পুলিশ এসে নিরঞ্জনের দেহ উদ্ধার করে। 


ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো


নিরঞ্জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পারিবারিক অশান্তি, নাকি নেশাগ্রস্ত হওয়ার জন্যই নিরঞ্জনকে খুন করেন বিজয়, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক বিজয়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 


মালদায় আইসক্রিম বিক্রেতাকে ছুরি মেরে, টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল


এ দিকে, মালদার চাঁচলে আইসক্রিম বিক্রেতাকে ছুরি মারার অভিযোগ। দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে টাকাপয়সাও ছিনিয়ে নেয় বলে জানা গিয়েছে। বুকে, হাতে, সারা শরীর রক্তাক্ত হয় ওই ব্য়ক্তির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। 


মালদা (Malda News) জেলার চাঁচল থানার (Chanchal News) অন্তর্গত যদুপুর এলাকার ঘটনা। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন। বয়স ৩৫ বৃছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয়।