সুজিত মণ্ডল, নদিয়া: পথ দুর্ঘটনায় বেঘোরে মৃত্যু মোটর সাইকেল আরোহীর (Motorbike Accident)। গুরুতর আহত অন্য এক জন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন তিনি (Road Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে, তাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায় বলে জানা গিয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে
সোমবার রাতে নদিয়ার (Nadia News) শান্তিপুরের (Shantipur News) গুপ্তিপাড়ার ঘটনা। সেখানে ফেরিঘাট যাওয়ার যে রাস্তা, তার উপরই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ ফেরিঘাটের দিক থেকে শান্তিপুর যাচ্ছিল মোটর সাইকেলটি। তাতে চেপে ফিরছিলেন দুই জন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে মোটর সাইকেল নিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতের কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। গোটা এলাকা তখন ফাঁকা, নিস্তব্ধ। তাতে বিকট শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। তাতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। দুর্ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পুলিশকে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসেই উদ্ধার করেন চালক এবং আরোহীকে। এখনও পর্যন্ত তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সাঁতরাগাছি উড়ালপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ওই ব্যক্তি
অন্য দিকে, মঙ্গলবার সকালে মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে সাঁতরাগাছি উড়ালপুলে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পূর্ত দফতরের এজেন্সির এক কর্মী। মঙ্গলবার সকালে মেরামতির কাজে যোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি (PWD Agency Worker)। সাঁতরাগাছি উড়ালপুলে কর্মরত ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে যাতে মেরামতির কাজ চলতে পারে, তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে উড়ালপুলে। দিনের বেলা সেই আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সংযোগ খোলার সমই এ দিন দুর্ঘটনা ঘটে যায়।
ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেরামতির কাজে যোগ দিতে পৌঁছন আহত নিরঞ্জন দাস নামের ওই কর্মী। সকাল সাড়ে ৮টা নাগাদ বৈদ্যুতিক আলোর সংযোগ খোলার কাজ শুরু হয়। সেই সময় কোনও ভাবে বিদ্যুতের একটি তার উড়ালপুলের নিচে ঝুলে পড়ে। উড়ালপুলের নিচে থাকা রেলের ওভারহেড লাইনের বিদ্যুতের তারের সঙ্গে কোনও ভাবে ওই তারের সংযোগ ঘটে যায়।