সুজিত মণ্ডল, নদিয়া: আদতে শাড়ি। রেশম কাপড়ের তৈরি ওই শাড়ির উপর সুতোর বাহারি কাজে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখাবয়ব। স্রষ্টা নদিয়ার শান্তিপুরের এক তাঁতশিল্পী। 


ম্যারাথন জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পরপর প্রশাসনিক সভা করছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাতদিন কাজ চলেছে নদিয়ার (Nadia) এক কোণায়। জেলা সফরেই শেষদিকে নদিয়ায় আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে উপহার তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে হস্তচালিত তাঁতশিল্পী (Weaver) অমিত ঘোষের। সেই কারণেই কয়েকরাত টানা খেটে তৈরি হয়েছে এই শিল্পকর্ম। আদতে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো করে তৈরি করা হয়েছে এটি। নদিয়ার শান্তিপুরে (Shantipur Meeting) মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শেষে তাঁর হাতে এই শিল্পকর্ম তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে শিল্পীর। 


নদিয়ার শান্তিপুর হস্তচালিত তাঁতের শাড়ির জন্য প্রসিদ্ধ। শান্তিপুর ব্লকের অধিকাংশ বাসিন্দাই তাঁত শিল্পের উপর নির্ভরশীল। তাঁত শিল্পীদের এই এলাকা থেকে বহু শাড়ি রাজ্য় এবং দেশের নানা কোণায় যায়, এখানকার তাঁতশিল্পের কদর রয়েছে সর্বত্র। সেই শিল্পের পীঠস্থান থেকেই মুখ্যমন্ত্রীর জন্য় উপহার তৈরি হয়েছে। 


১ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Nadia) শান্তিপুরে প্রশাসনিক বৈঠকের জন্য আসছেন। মুখ্যমন্ত্রী নদিয়ার প্রশাসনিক বৈঠকে আসার খবর শুনেই শান্তিপুর শ্যামবাজারের তরুণ তাঁত শিল্পী অমিত ঘোষ ও তাঁর সহযোগীরা রেশম কাপড়ের উপর সুতির সুতো দিয়ে মুখ্যমন্ত্রীর মুখাবয়ব ফুটিয়ে তুলেছেন ওয়াল হ্যাঙ্গিং-এর জন্য। চারদিন আগে থেকে রাত দিন এক করে কাপড়ের ওপর হস্তচালিত তাঁতের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ২২ ইঞ্চি চওড়া এবং ২৫ ইঞ্চি উচ্চতার মুখ্যমন্ত্রীর মুখ্যবয়ব শাড়িতে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।


কীভাবে তৈরি হয়েছে?
শাড়ির উপর হাঁতে প্রথমে এঁকে নেওয়া হয়েছে। তার উপর সুতো দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী অমিত ঘোষ। তিনি বলেন, 'এটা শুরু করেছিলাম। ৩-৪ দিন রাতদিন কাজ করে তৈরি করেছি। মুখ্যমন্ত্রী শান্তিপুরে আসবেন, এটা শোনার পর থেকেই আমাদের ইচ্ছে হয়েছিল এরকম তৈরি করে ওঁর হাতে তুলে দিতে। আমরা এটা নিয়ে ওই সভায় হাজির থাকব। যদি মুখ্যমন্ত্রী আমাদের ডেকে নেন। এই জিনিসটা ওঁর হাতে তুলে দিতে পারলে তাঁতশিল্পীরা সবাই খুব খুশি হবেন।'


আরও পড়ুন: 'কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে...আমরা এসব করি না', মন্তব্য মমতার