প্রদ্যোৎ সরকার, নদিয়া :  নদিয়ায় ফের উড়ল লাল নিশান ( Left Front ) । তাহেরপুর পুরসভার উপনির্বাচন ( Taherpur Municipality ) , পলাশিপাড়ার ( Palasipara ) সমবায়ের পর এবার তেহট্ট সমবায় নির্বাচনেও বামেদের জয়জয়কার। ৭২টি আসনের মধ্যে ৬৭-৫ ব্যবধানে শাসকদল তৃণমূলকে পরাজিত করেছে তারা।                       


তেহট্ট ( Tehatta )  কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রবিবার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনের পর ফল ঘোষণা করা হয়। মোট ভোটার ছিল ১ হাজার ৭৯৯ জন ।সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বামেরা।  সিপিএমের দাবি, পঞ্চায়েত ভোটের আগে সমবায় নির্বাচনে এই জয় তাদের বাড়তি অক্সিজেন জোগাবে। পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তৃণমূল।                                                


গত মাসে,  তেহট্টে সমবায় সমিতির নির্বাচনেও বিশাল জয় পায় সিপিএম (CPIM)। ৪৯ আসনের সমবায় সমিতির সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তারা। একটি আসনও প্রার্থী দিতে পারেনি তৃণমূল। ১৯২৬ সালে তেহট্ট এক নম্বর ব্লকে, চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড তৈরি হয়।  ১৯৭৭-এর পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। ১৪ জানুয়ারির নির্বাচনে ৪৯ আসনবিশিষ্ট এই সমবায় সমিতিতে সিপিএম সব আসনে প্রার্থী দিলেও, একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। 


১৯৭৭-এর পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। এই প্রেক্ষাপটে গত বছরের ১০ ডিসেম্বর চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘোষণা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ ডিসেম্বর। রবিবার ছিল ভোটগ্রহণ। ৪৯ আসনবিশিষ্ট এই সমবায় সমিতিতে সিপিএম সব আসনে প্রার্থী দিলেও, একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। ফলে এদিন সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিপিএমের প্রার্থীরা। এদিনই তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।


এর আগে নদিয়ায় পুরভোটে ছিল সবুজ সুনামি। বিজেপি একটিও পুরসভা জিততে ব্যর্থ হয়। অসফল ছিল কংগ্রেসও। তার মধ্যেই চমক দেয় বামেরা। নদিয়ার তাহেরপুর পুরসভা জিতে নেয় সিপিএম। নদিয়ার তাহেরপুর পুরসভার  ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে জয়ী হয় বামেরা। তৃণমূল জেতে ৫টি ওয়ার্ডে।