সুজিত মণ্ডল, নদিয়া: ১৫ বছরের স্কুল ছাত্রের মৃত্য়ু ঘিরে আজও উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) ধানতলা (Dhantala)। নদিয়ার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) কর্মী-সর্মথকরা। এ দিকে, পুলিশের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


পুলিশের (Police) গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৫ বছরের স্কুলছাত্রের মৃত্য়ুর অভিযোগ উঠেছে! এনিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ধানতলা। নদিয়া (Nadia) সাংগঠনিক জেলার মধ্যে থাকা ধানতলাসহ বিভিন্ন থানা ঘেরাও করল বিজেপি (BJP)।


ইতিমধ্যেই পুলিশের গাড়ির চাকায় পিষ্ট মৃত্যুর ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছ। ঠিক কী হয়েছিল সোমাবার? বাংলাদেশ (Bangladesh) সীমান্ত লাগোয়া, ধানতলার কুলগাছি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁদের এলাকা থেকে গরু চুরি হয়ে যাচ্ছে।  এর পর সন্দেহবশত পাশের গ্রামের বাসিন্দা এক যুবক ও তাঁর বাবাকে ডেকে পাঠানো হয়।


গ্রামে সালিশি সভা বসানো হয়। গ্রামবাসীদের দাবি, ওই যুবক না এলেও, তাঁর বাবা আসেন। সালিশি সভায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ প্রহৃত ব্য়ক্তিকে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেয় বলে দাবি।                                        


কয়েকজন পুলিশের গাড়ির সামনে পথ আটকায় , অভিযোগ, সেই সময়ে ৩ গ্রামবাসীকে ধাক্কা মেরে চলে যায় পুলিশের গাড়ি।  গাড়ির তলায় পিষে যায় এক স্কুল ছাত্র। এরপরই বুধবার ধানতলা থানায় ডিউটিতে এলে তাপস পাল নামে ওই পুলিশের গাড়ির চালককে গ্রেফতার করা হয়। 


চালকের গ্রেফতারিতে আইওয়াশ দেখছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির সূত্রে খবর, শুক্রবার ধানতলায় গিয়ে নিহত কিশোরের সঙ্গে দেখা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


বিজেপির নদিয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আশিসবরণ উকিলের কথায়, চালককে গ্রেফতার করা হয়েছে গটআপ। কার নির্দেশ এটা হয়েছে। সেই স্যারকে ধরতে হবে। ২জুন শুভেন্দু নিহতের বাড়িতে যাবে। ধৃত পুলিশের গাড়ি চালকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা মামলা রুজু হয়েছে।                            


আরও পড়ুন: Debangshu Bhattacharya:'কেন্দ্রীয় এজেন্সি মানে তদন্তকে হিমঘরে পাঠিয়ে দেওয়া', শুভেন্দু মন্তব্যের পাল্টা দেবাংশু