সুজিত মণ্ডল, নদিয়া: শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যেই আচমকা বিপর্যয়। প্যান্ডেলের খোলা তার-এ এবার প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। 


স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দু'দিন বাদেই শ্রাদ্ধ। আর সেই কারণে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল বাড়িতে। এদিকে সন্ধ্যার সময় বাড়ির এবং প্রতিবেশী আত্মীয়দের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছিল। সেই সময় ইলেকট্রিকের খোলা তার লেগে হঠাৎই মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যার।


অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায়। জানা যায়, মৃত ওই শিশু কন্যার নাম রাখি সর্দার। জানা গিয়েছে, অত্যন্ত অভাবী সংসারের খরচ যোগাতে বাবা প্রশান্ত সর্দার রাজ্যের বাইরে কাজ করে। রাখির এক দাদা এবং মা-ও রয়েছে। প্রশান্ত সর্দারের প্রতিবেশী দেখে যে এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে শিশুরা খেলার মাঝে মাটিতে শুয়ে পড়েছে রাখি। এরপর গরম দুধ খাইয়ে শিশুটিকে সুস্থ করে তোলা হয়। 


আরও পড়ুন, দার্জিলিং মেলে চুরি! যাত্রীর ব্যাগ-সহ ১ লক্ষ টাকা গায়েব


শান্তিপুর হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক , কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 


রাজ্যের অন্য আরেক ঘটনা


অন্যদিকে, মৃত্যু হল মুর্শিদাবাদের রানিনগরের গুলিবিদ্ধ তৃণমূল নেতার। গতকাল রাতে বাড়ি ফেরার সময়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আলতাব আলিকে লক্ষ্য করে চলে গুলি। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালে মৃত্যু হল তৃণমূল নেতার। গতকালই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন আলতাব ঘনিষ্ঠ সোনালি বিবি।                                        


তারপরই লালবাগে বাড়ি ফেরার সময়, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পিঠে গুলি লাগে তৃণমূল নেতার। শ্যুটআউটের নেপথ্যে রাজনৈতিক কারণ? নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।