প্রদ্যোৎ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ, নদিয়া: নিয়োগ দুর্নীতিকাণ্ডের আবহেই নদিয়ায় তৃণমূলের অন্দরের সংঘাত প্রকাশ্যে! দলের জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তা নিয়ে চলছে বাগযুদ্ধ। তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁ-র বক্তব্য, এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় নেতৃত্ব জানিয়েছেন! বিষয়টিকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর। 


তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা বলছেন, দলের একটা অংশ করছে কালিমালিপ্ত করার জন্য়। দল চালাচ্ছে চাকর বাকর। অভিষেকের অফিসে গেলে দেখা পাই না। ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস সাহা! বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে চক্রান্ত করছেন।  দলেরই নেত্রীর বিরুদ্ধে পাল্টা চক্রান্তের তত্ত্ব খাড়া করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক।                             


নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের আবহে চাকরি বিক্রির অভিযোগ তুলে নদিয়ার তেহট্টের তাপস সাহাকে নিশানা করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।  সেই ঘটনায় এবার নতুন মোড়। তৃণমূল বিধায়ক তাপস সাহা বললেন, প্রাইমারি টেটে ফেল করেছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক। 


পাল্টা টিনা ভৌমিকের দাবি, কোয়ালিফায়েড সার্টিফিকেটটা তাঁর বাড়িতে মেইল করে দেবেন। ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।


সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি দেওয়া ও তারজন্য টাকার লেনদেনের বিষয়ে দুই ব্যাক্তির মধ্যে কথা হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারির দাবি করেন, ফোনে একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। 


যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, নদিয়া জেলার রাজনীতিতে জেলা পরিষদের তৃণমূল সদস্যার সঙ্গে তেহট্টের তৃণমূল বিধায়কের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। এই পরিস্থিতিতে, দলেরই নেত্রী ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করেন তেহট্টের তৃণমূল নেতা ও বিধায়ক। শুক্রবার, সুর আরও চড়ালেন তিনি। 


একদিকে যখন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার দাবি, একদিন যখন  টিনা ভৌমিক প্রাইমারি টেটে ফেল করেছিলেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চক্রান্ত। বিজেপিকে নিশানা


নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিক বলছেন. কোয়ালিফাইড সার্টিফিকেটটা আপনার বাড়িতে মেইল করে দেব। আরটিআই করে তাপস সাহাকে জানতে বলুন কোয়ালিফাইড আছি না ফেল করেছি। 


রাজনীতিতে পেরে উঠছে না বলেই বারবার অভিযোগ তুলছে তাপস সাহা। ওনাকে আরটিআই করতে বলুন। আরটিআই করলে সব কিছু জানতে পারা যায়। আমি আপার প্রাইমারীতে জীবনে ফর্ম ফিলাপ করিনি। তেহট্টের বিধায়কের নিশানায় দলেরই নেত্রী। তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি নেতার অডিও ক্লিপ পোস্ট ও তা ঘিরে জেলার দুই নেতা-নেত্রীর বিবাদ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।