West Bengal Live Blog: বারাসাত থেকে নৈহাটি, আলোর উৎসবে সামিল হতে তৈরি গোটা রাজ্য, দীপোৎসবের আয়োজন অযোধ্যাতেও!

West Bengal Live News Update: জেলা থেকে শহর, আলোর উৎসবে সামিল হতে তৈরি গোটা রাজ্য

ABP Ananda Last Updated: 20 Oct 2025 07:28 AM

প্রেক্ষাপট

কলকাতা: এবার দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ। সাংঘাতিক সন্ত্রাস! ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর। চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে মারধরের অভিযোগদিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মুখ্যমন্ত্রীর।...More

Kali Puja 2025: শক্তির আরাধনা

আজ কালী পুজো। শক্তির আরাধনা। কামাখ্যা থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলাটেশ্বরী, করুণাময়ী কালী বাড়িতে ভক্তদের ঢল।