কলকাতা: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে বাংলা ভাষায় পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরে রাজনৈতিক সভা থেকে তাঁর সাফ বার্তা বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি।

যে পরিবর্তনের ডাক দিয়ে ১৫ বছর আগে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল তৃণমূল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে এবার আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, "একসময় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে ছিল। এখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে রোজগারের জন্য এখানে লোক আসত। কিন্তু আজ পরিস্থিতি পুরো পাল্টে গিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ পালিয়ে বাঁচতে চাইছে। ছোট ছোট কাজের জন্য পর্যন্ত অন্য রাজ্যে যেতে হচ্ছে। একটা সময় দুর্গাপুর, বর্ধমান, আসানসোল দেশের শিল্পে গতি দিত। কিন্তু আজ এখানে শিল্প আসার বদলে যা ছিল তাও তালা বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাংলাকে বার করতে হবে। বাংলা পরিবর্তন চায়। বাংলা উন্নয়ন চায়। তৃণমূল যাবে তবেই পরিবর্তন আসবে। তাই বিজেপি আপনাদের আশীর্বাদ চাইছে। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। বিকশিত বাংলা মোদির গ্যারেন্টি, বিকশিত বাংলা বিজেপির সংকল্প। পশ্চিমবঙ্গের পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে। তাই রাজ্যে আরও শিল্প আনতে হবে। যতদিন এখানে তৃণমূল রয়েছে সেটা হবে না।'' 

শিক্ষা দুর্নীতি থেকে নারী নির্যাতন, হিংসা থেকে অনুপ্রবেশ- একের পর ইস্যুতে এদিন রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, "অনুপ্রবেশকে প্রশ্রয়। ভুয়ো কাগজ তৈরি হচ্ছে। এটা বাংলা সংস্কৃতির জন্য আতঙ্কের। কিন্তু তুষ্টিকরণের জন্য তৃণমূল যাবতীয় সীমা লঙ্ঘন করেছে। এই দেশকে সংবিধানিক সংস্থাকেও চ্য়ালেঞ্জ করছে। তৃণমূল ওদের সমর্থনে প্রকাশ্য়ে করছে। যে ভারতের নাগরিক নয়, যে অনুব্রবেশ করে এসেছে তার সাথে ভারতের সংবিধান অনুয়ায়ী ন্য়ায় সম্মত তদন্ত হবে। কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। এটা আপনাকে মোদির গ্য়ারান্টি। পশ্চিমবঙ্গকে বিজেপির ডবল ইঞ্জিন সরাকরের দরকার। যাতে দিল্লি থেকে পাঠানো প্রতিটা টাকা আপনার সুবিধায় লাগে। তৃণমূল হয় দুর্নীতি করে। রোড, রেল, টেলিকম অনেক প্রোজেক্ট আছে যা এখানে ঝুলে আছে। কেন্দ্র হাজার কোটি দিচ্ছে কিন্তু জেনে বুঝে ঝুলিয়ে রাখা হয়েছে। দেশে বহু জায়গায় 'হর ঘর জল' হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা জেলাও নেই যেখানে 'হর ঘর জল' হয়েছে।''