Modi in Durgapur :BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় তৎকালীন OC, SI এবং হোমগার্ডকে জেলে পাঠাল আদালত

Narendra Modi Durgapur Rally Live Updates : বঙ্গ সফরে মোদি, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা, দেখুন একনজরে

ABP Ananda Last Updated: 18 Jul 2025 10:17 PM

প্রেক্ষাপট

কলকাতা: চোখ ২৬। ফের বঙ্গে মোদি। দুপুরে জনসভা। বেলা গড়াতেই দুর্গাপুরে প্রবল বৃষ্টি। একাধিক এলাকা জলমগ্ন। সভা এলাকায় জমছে ভিড়। পশ্চিমবঙ্গে আসার আগেই মোদির মুখে বাংলা। দল ডাকেনি, কর্মীদের ডাকে...More

Abhijit Sarkar Murder Case: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন OC, SI এবং হোমগার্ডকে জেলে পাঠাল বিশেষ সিবিআই আদালত

বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন OC, SI এবং হোমগার্ডকে জেলে পাঠাল বিশেষ সিবিআই আদালত। জেল হেফাজতে পাঠানো হয়েছে তৃণমূল কর্মী সুজাতা দে কেও।