West Bengal News Live: জয়েন্টের প্রথম ১০ জনের মেধা তালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 22 Aug 2025 02:46 PM
প্রেক্ষাপট
আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের। বঙ্গে আসার আগে পোস্ট নরেন্দ্র মোদির। ফাটা রেকর্ড, পাল্টা তৃণমূল। মোদির নিশানা, পাল্টা তৃণমূলবাংলায় আসার আগে তৃণমূলকে...More
আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের। বঙ্গে আসার আগে পোস্ট নরেন্দ্র মোদির। ফাটা রেকর্ড, পাল্টা তৃণমূল। মোদির নিশানা, পাল্টা তৃণমূলবাংলায় আসার আগে তৃণমূলকে নিশান নরেন্দ্র মোদির। বাঙালি হেনস্থা অভিযোগে পাল্টা আক্রমণ অরূপ বিশ্বাসের। ভারতীয় দলে আর বাঙালি ফুটবলারদের দেখা যাচ্ছে না, সরব ক্রীড়ামন্ত্রী।পুজোর মুখে মেট্রোয় জুড়ছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধনে আজ কলকাতায় প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সফর করবেন নরেন্দ্র মোদি। দমদমে হবে জনসভা।ভোটার লিস্টে কারচুপি। কমিশনের নির্দেশে বারুইপুর পূর্ব ও ময়নার ৪ অফিসারের বিরুদ্ধে FIR নয়, শুধুই সাসপেনশন। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR। কমিশনকে জানাল নবান্ন।দিল্লি গিয়ে কমিশনের নির্দেশ কার্যকরের কথা দিয়েও, আংশিক মানল রাজ্য। যথেষ্ট..., প্রতিক্রিয়া তৃণমূলের। সাংবিধানিক সঙ্কট তৈরির পরিকল্পনা, সরব বিকাশ। আবার ঠেলা খাবে, মন্তব্য সুকান্তর।SIR নিয়ে দলেরই উল্টো সুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরেরভোটার লিস্টে আবার ভূত! কাটোয়ার দাঁইহাটের একই বুথে ৯ জন মৃত ভোটার। ব্যারাকপুরের বিলকান্দায় অন্যকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ।সংবিধান সংশোধনী বিল, SIR নিয়ে বাদল অধিবেশনের শেষ দিনেও উত্তপ্ত সংসদ, অধিবেশন মুলতুবি। বাঙালি হেনস্থার অভিযোগে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ।উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মনোয়ন। ছিলেন সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা থেকে অখিলেশ। তৃণমূলের তরফে ছিলেন শতাব্দী।নতুন নিয়োগে ফর্ম জমা দিচ্ছে দাগিরাও, সুপ্রিম কোর্টে অভিযোগ। রাজ্য, SSC নিজেদের লোক ঢোকাতে চাইছে। এটা সত্যি হলে দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারপতির।পরীক্ষা না দিয়েও কীভাবে পাস, লেনদেন নিয়ে আলোচনা। ২০১৬-র SSC গ্রুপ C মামলার তদন্তে CBI-এর হাতে বিস্ফোরক ভিডিও ক্লিপ। আলিপুর CBI আদালতে নথি জমা এজেন্সির।সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে। আর নতুন করে কোনও নির্দেশের সুযোগ নেই। জয়েন্টের রেজাল্ট নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় ধুনধুমারকাণ্ডে ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন। জেল হেফাজতের আবেদন খারিজ। রাজ্যের ধাক্কা, নৌশাদের জামিনধর্মতলায় বিক্ষোভের ঘটনায় ISF বিধায়কের জেল চেয়েছিল রাজ্য, জামিন দিল আদালত।ছেলেকে মারের প্রতিবাদ করে আক্রান্ত সরকারি আইনজীবী। পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে মামলা। জখম ASI, দাবি পুলিশের।অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে FIR বিধাননগর পূর্ব থানার।মহারাষ্ট্র থেকে কলকাতার পথে গায়েব প্রচুর জীবনদায়ী ইঞ্জেকশন। ইনসুলিন, হার্ট অ্যাটাক, স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চুরি। রাজ্য গুলিকে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল।শহরে আসার পথে চুরি ৬টি ব্যাচের ইঞ্জেকশন। অত্যন্ত সংবেদনশীল, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ প্রয়োজন। হেরফের হলে রোগীদের জন্য বিপজ্জনক। সতর্কতা জারি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের।স্বাস্থ্য ও জীবন বিমায় GST-র হার ১৮ শতাংশ থেকে শূন্যে নামানোর প্রস্তাব মন্ত্রিগোষ্ঠীতে। আগামী মাসে সিদ্ধান্ত কাউন্সিলের বৈঠকে। কতটা কমবে প্রিমিয়াম, নজর সবার।দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ। দেখানো হল কালো পতাকা। তৃণমূলের গুন্ডামি, অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। বাঙালি হেনস্থা নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা উদয়ন।ছাত্রভোটের দাবিতে বাঁকুড়ায় এবিভিপির DM অফিস ঘেরাও অভিযানে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিকাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন। তৃণমূল বিধায়ক পরেশ পাল ও ২ কাউন্সিলরের শর্তসাপেক্ষে জামিন। দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা। মামলা নিয়ে কোনও উস্কানিমূলক মন্তব্য নয়, নির্দেশ হাইকোর্টের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ, অবরুদ্ধ রাসবিহারী মোড়
বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ। অবরুদ্ধ রাসবিহারী মোড়।