শিবাশিস মৌলিক, কলকাতা : ২০২৬-এ বিজেপির প্রধান লক্ষ্য যে পশ্চিমবঙ্গ দখল, তা বিহার জয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫-এ পাঁচ-পাঁচ বার তিনি পশ্চিমবঙ্গেও এসেছেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদা ও  রবিবার হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, ভোটমুখী পশ্চিমবঙ্গে আগামী ৪ মাসে অন্তত ৮টা সভা করতে পারেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে পা  রাখার আগেই করলেন ঝাঁঝালো পোস্ট। সরাসরি আক্রমণ তৃণমূল সরকারকে।  'তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি' মালদায় আসার আগে ফের চড়া সুরে আক্রমণ শানালেন তিনি। 

Continues below advertisement

এদিকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সিএএ-ওয়াকফের দুঃস্বপ্ন ফিরেছে বেলডাঙায়। নৈরাজ্যের আগুনে জ্বলছে সম্পূর্ণ এলাকা। মহিলা সাংবাদিক মার খেয়েছে, অভিযোগ কার্যত হাত গুটিয়ে দেখেছে পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে'। এই পরিস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্যের দিকে দেকে এসআইআর-বিক্ষোভ আর বেলডাঙায় নৈরাজ্যের আগুন, তার মাঝেই আসছেন মোদি। বঙ্গবাসীর উদ্দেশে বার্তায় এসব নিয়েও কি কথা বলবেন প্রধানমন্ত্রী ? অপেক্ষায় মানুষ। 

শুক্রবার দুপুর ১টা নাগাদ মালদায় আসবেন প্রধানমন্ত্রী। ১টা ১৫ নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পৌনে ২ টো নাগাদ মালদায় প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ৩,২৫০ কোটি টাকার একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। এরপর দুপুর ২.৩০টেয় মালদায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর।

Continues below advertisement

শনিবার দুপুর পৌনে ৩ টেয় সিঙ্গুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর দুপুর সাড়ে ৩টেয় সেখানে জনসভা করার কথা রয়েছে তাঁর।  

শুধু হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসই নয়, এরই সঙ্গে আজ আরও একগুচ্ছ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মালদা থেকেই আজ উদ্বোধন হবে একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের। আলিপুরদুয়ার- SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন মোদি। এরই সঙ্গে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার - মুম্বই (পাভেল) অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ও রাধিকাপুর-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বালুরঘাট ও হিলির মাঝে তৈরি হবে নতুন রেল লাইন। নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক পণ্য রক্ষণাবেক্ষণ সুবিধার জন্য প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। নিউ কোচবিহার থেকে বামনহাট ও নিউ কোচবিহার থেকে বক্সিরহাটের মধ্যে ইলেকট্রিক ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী।