দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে ফাঁকা বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল গোটা বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। সিলিন্ডার বিস্ফোরণ, দাবি স্থানীয় বাসিন্দাদের। কীভাবে বিস্ফোরণ? তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানা।
সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল চলতি বছরেই
চলতি বছরের এপ্রিল মাসেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল মেটিয়াবুরুজ এলাকায়। যেই ঘটনার পর বহু মানুষ গুরুতর জখম হয়েছিলেন। তাঁদেরকে ভর্তি করা হয়েছিল এসএসকেম এবং সিএমআরআই-তে। বিস্ফোরণ এতটা জোরেই হয়েছিল যে, তীব্র চুরমার হয়ে গিয়েছিল একাধিক বস্তু। তবে শুধু মেটিয়াবুরুজ বলেই নয়, উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও এমন ভয়াবহ উদাহরণ রয়েছে। তবে এদিন নরেন্দ্রপুরে যে বিস্ফোরণটি ঘটেছে, তা আদতেই কী কারণে ঘটেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। এটা শুধুই স্থানীয় বাসিন্দাদের দাবি যে, বিস্ফোরণের মূলে সিলিন্ডার !
দাহ্য পদার্থ কোথায় রাখা উচিত নয়, কিংবা সিলিন্ডার ঠিক কীভাবে রাখলে সুরক্ষা বাড়বে
তবে দাহ্য পদার্থ কোথায় রাখা উচিত নয়, কিংবা সিলিন্ডার ঠিক কীভাবে রাখলে সুরক্ষা বাড়বে এবং বেগতিক বুঝলেই বা কী করবেন ? যা নিয়ে ইতিমধ্য়েই বহু প্রশিক্ষণ দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। যেগুলি প্রায় সবক্ষেত্রেই গ্যাস সেন্টারগুলির অভিজ্ঞ অফিসারেরাই গৃহবধূ তথা ব্যবসায়ীদের দিয়ে থাকেন। বিশেষ করে আগুন ধরে গেলে সহজে কীকরে নিয়ন্ত্রণে আনা যায়, বা গ্যাস লিক হয়েছে কিনা তা বুঝতে গেলেই বা কী করতে হবে, এনিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
পাইপলাইন ব্যবস্থা
যদি শহরাঞ্চলে অনেকজায়গাতেই গ্যাসের আধুনিকরণ বা গ্যাসের পাইপলাইন ব্যবস্থা করতে দেখা গিয়েছে। তাতে দুর্ঘটনা কতটা এড়ায়, এই প্রশ্নের থেকেও গুরুতর ইস্যু হল, রাজ্যের অধিকাংশ বাড়িগুলিতেই গ্যাস সিলিন্ডারই ব্যবহার করা হয় এবং ব্যবসায়িক ক্ষেত্রেও সেই দৃশ্যই উঠে আসে। খুব কম হোটেলেই এমন ব্যবস্থা আছে যে, যেখানে সিলিন্ডার বিল্ডিংয়ের বাইরে থাকে, এবং পাইপলাইনে বিল্ডিংয়ে গ্যাসের লাইন থাকে। তাই বিপদের আশঙ্কা একই তিমিরেই রয়ে যায়।
আরও পড়ুন, 'কাঁথি লোকসভা কেন্দ্র থেকে BJP-ই জিতবে', শুভেন্দুর নিশানায় I.N.D.I.A
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)