কলকাতা: আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। আর এই বিশেষদিন স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।  ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টুইঙ্কেল খান্নাএকটি সবুজ ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। ফ্রেমের উপরে লেখা লেখা, "আমি যাকে বিয়ে করেছি ভেবেছিলাম।" স্ক্রিনে "আমি আসলে কাকে বিয়ে করেছি" লেখাটি ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে হাল্কের একটি বিশাল মূর্তির পাশে পোজ দিতে দেখা যায় এবং সে বলে, "ইয়ে হেগা পুটলা, ইয়ে হেগা আসলি হাল্ক' অর্থাৎ এটি কেবল একটি মূর্তি, আমিই আসল হাল্ক।



ছবির ক্যাপশানে অক্ষয় লেখেন, 'আমার হাল্ক দীর্ঘজীবী হোক! তোমার হাসির মাধুর্য আমাদের জীবনে এত বছর ধকে যোগ করে আসার জন্য ধন্যবাদ। ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন, শুভ জন্মদিন, টিনা।'


আরও পড়ুন...


বিপুল বাজেট, নামী তারকা, তারপরও বক্সঅফিসে 'সুপার ফ্লপ' কোন ছবিগুলি?


উল্লেখ্য়, রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার সন্তান টুইঙ্কল। তাঁর আসল নাম টিনা যতীন খন্না। ববি দেওলের বিপরীত 'বরসাত' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় টুইঙ্কল খন্নার। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। প্রথম ছবি সফল হলেও টুইঙ্কল খন্নার অভিনয় কেরিয়ার একেবারেই আশানুরূপ নয়। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও, বি টাউনে সেভাবে পাকাপোক্ত জায়গা করতে পারেননি। শোনা যায়, একাধিক হিট ছবির প্রস্তাব ছেড়েছেন টুইঙ্কল খন্না। কর্ণ জোহরের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'তে রানি মুখোপাধ্যায়ের করা চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। টুইঙ্কল খন্নাকে দেখা গিয়েছে আমির খানের বিপরীতে 'মেলা' ছবিতে। শাহরুখ খানের বিপরীতে 'বাদশা' ছবিতে। আরও বেশ কিচু ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি। অভিনয় কেরিয়ারে সেভাবে সাফল্য না পেয়ে অন্য পেশা বেছে নেন টুইঙ্কল খন্না। ইন্টেরিয়র ডিজাইনার থেকে লেখিকা হিসেবে সাফল্য পান।


তাঁর লেখা 'মিসেস ফানি বোনস' বইটি দেশের 'বেস্ট সেলিং বুকস'-এর তালিকায় জায়গা করে নেয়। লেখিকা হিসেবে পাঠকদের মন জিতে নেন টুইঙ্কল। অবসর সময়ে বাড়ি সাজাতে এবং বই পড়তে খুবই পছন্দ করেন টুইঙ্কল খন্না। তাই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে তেমনই ক্যামেরাবন্দি মুহূর্ত চোখে পড়ে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।