হিন্দোল দে, কলকাতা: নরেন্দ্রপুরে (Narendrapur) যুবক খুনের ঘটনায় এবার, সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হল মৃত যুবকের পরিবার। গত ১৫ ই অগাস্ট, রাত সওয়া বারোটা নাগাদ কুমড়োখালি মোড়ের কাছে গুলি করে খুন করা হয় শাহিদ মণ্ডল নামে ২৬ বছরের এক যুববকে। ওই ঘটনাস্থল ছিল নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে।
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও টাকা কালেকশন করে স্কুটারে করে ফিরছিলেন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথা ঢাকা ছিল হেলমেটে। পরিবারের দেওয়া সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, ২ জন রাস্তায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পর বাইক ঘুরিয়ে ইএম বাইপাসের দিকে যায় তাঁরা। এরপর ফিরেও আসে। শাহিদ মণ্ডল সেখানে পৌঁছনোর পরই গুলি চালায় তাঁরা। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত যুবকের জামাইবাবু শেখ সানি আলি বলেন, 'ফুটেজে দেখা যাচ্ছে গুলি চলেছে। থানাকে জানিয়েছি। থানা এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারল না।' শাহিদের দিদির অভিযোগ, 'পুলিশ দুর্ব্যবহার করেছে। অ্যাকশন নিচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে বড় মাথা আছে। একটা শেল্টার দিচ্ছে। আমরা আতঙ্কে আছি। এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে।'
ওই ঘটনায় খুনের মামলাও রুজু করা হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে। কিন্তু ঘটনার পর ১ মাস কেটে গেলেও,নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃতের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। আইসি নরেন্দ্রপুর ও এসপি বারুইপুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। মৃত যুবকের বাবা শাহজাহান মণ্ডল বলেন, 'পুলিশ কোনও কাজ করছে না। পুলিশের ওপর ভরসা নেই। আমরা সিবিআই (CBI) তদন্তই চাই।' মৃতের পরিবারের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, 'খুন হয়ে গেল, পুলিশ কাউকে ধরতে পারেনি। আদালত আবেদন মঞ্জুর করেছে।' খুনের বিচার চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। বুধবার এই মামলার শুনানি।
আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বৃক্ষরোপণ শ্যামলের, এরপর লক্ষ্য নেপাল-ভুটান