News Live: সপ্তমীর সকালে বোলপুরের সিয়ানে মর্মান্তিক দুর্ঘটনা, খারাপ রাস্তায় গর্তে বাস উল্টে মৃত্যু এক শিশুর
Bengali News Live Updates: জেলা থেকে রাজ্য সব জায়গার দুর্গাপুজোর বিভিন্ন এলাকার খবর এক ঝলকে - - -
ABP Ananda Last Updated: 29 Sep 2025 02:37 PM
প্রেক্ষাপট
১। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। টানটান ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়। অপরাজিত উনসত্তর রানের দুরন্ত ইনিংস তিলক ভার্মার।চ্যাম্পিয়ন ভারত২. খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফলও এক, সেই ভারতেরই জয়। এশিয়া...More
১। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। টানটান ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়। অপরাজিত উনসত্তর রানের দুরন্ত ইনিংস তিলক ভার্মার।চ্যাম্পিয়ন ভারত২. খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফলও এক, সেই ভারতেরই জয়। এশিয়া কাপ জয়ের টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর।অভিনন্দন প্রধানমন্ত্রীর৩. সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো নিয়ে সংঘাত। আতঙ্ক সৃষ্টির জন্য অ্যামবুল্যান্স। দুর্ঘটনা ঘটিয়ে ফাঁসাতে চায় পুলিশ, অভিযোগ সজলের। সাহায্যের জন্য অ্যাম্বুল্যান্স, পাল্টা পুলিশ।'সন্তোষে' অসন্তোষ৪। অমিত শাহের উদ্বোধন করা পুজোয় প্রশাসনের বাধা দেওয়া লজ্জাজনক। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে আক্রমণ অমিত মালব্যর। প্রশাসন সঠিক কাজ করেছে, পাল্টা তৃণমূল।পুজো সংঘাত৪এ। সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় রাজন্যা-প্রান্তিক। (বাইটঃ রাজন্যা - নেশনস্ কামস ফার্স্ট। আগে আমি ভারতীয়, পরে বাঙালি)সজলের পুজোয় রাজন্যা৪বি। পুলিশ-পুজো কমিটির সংঘাত, বৈঠকে কাটল জট। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের মণ্ডপ। কাটল জট, খুলল মণ্ডপ৫। খানাকুলের পুজো থিমে ডিভিসি, তুঙ্গে সংঘাত। ডিভিসির ছাড়া জলে বন্যা, মন্তব্য জেলাশাসকের। শাসককে তুষ্ট করতেই মন্তব্য, আক্রমণ শুভেনদুর। সব জেনেও মিথ্যা, পাল্টা তৃণমূল।থিমে ডিভিসি, তুঙ্গে সংঘাত৬। জলপাইগুড়ির মেটেলি চা বাগানে শ্রমিক-বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ শুভেনদুর। বৈঠক কাটল জল, শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি মানল মালিকপক্ষ।শ্রমিক বিক্ষোভে 'লাঠি'৭। বাংলায় পুজো উদ্বোধনে এসে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সরকারি অনুদান ভালো পদক্ষেপ, প্রতিক্রিয়া গোলাম আহমেদ মীরের।অনুদান-প্রশংসা কংগ্রেসের৮। বাঘাযতীনে মহিলার মৃত্যু ঘিরে রহস্য। চিত্তরঞ্জন কলোনিতে জল নামার পর ফ্রিজের পিছনের দিক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট নাক অসুস্থতা ? খতিয়ে দেখছে পুলিশ।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ?৯। পুজোয় পিছু ছাড়ছে না খারাপ আবহাওয়া। সপ্তমী-অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। নিম্নচাপের জেরে নবমী-দশমী-একাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।নবমীতে ভারী বৃষ্টি ?১০। রূপকর্থে সেরা বড়িশা ক্লাব। সংরক্ষণ ভাবনায় সেরা বোসপুকুর শীতলা মন্দির। বিবর্তন ভাবনায় সেরা দমদম তরুণ দল। উপাচারে সেরা লেক কালীবাড়ি।সেরার শিরোপা১১। শিকড়ের সন্ধানে সেরা হিন্দুস্তানপার্ক সর্বজনীন। বর্ণ সমাহারে সেরা টালা বারোয়ারি। ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরা ৬৬ পল্লি।শিল্পের স্বীকৃতি১১এ। মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোয় সামিল কাজল। নয়ডায় বলাকা দুর্গোৎসবের মণ্ডপ তৈরি হয়েছে মাদ্রিদের প্যালেসের আদলে। কেন্দ্রীয় বিহারের পুজোয় দর্শনার্থীদের ভিড়।পুজোর আনন্দ১১বি। পুজোর আনন্দে সামিল প্রবাসীরাও। দক্ষিণ লন্ডনের হলিফিল্ড স্কুলের পুজোর ভাবনা নারীশক্তির উদযাপন। মেক্সিকোর কেরেতারোর পুজোয় সামিল প্রবাসী ভারতীয়রা।প্রবাসের পুজো১২। পুজোর আড্ডায় শ্রাবন্তী, দর্শনা, কিঞ্জল। দুপুর ১.৩০। স্টুডিওয় লাইভ কৌশানী, নন্দিতা, শিবপ্রসাদ। দুপুর ২.৩০পুজোর আড্ডা১৩। ঘরে বসেই দেখুন সপ্তমীর পুজো। মাল্টিক্যামে সরাসরি সম্প্রচার। আজ দিনভর।পুজো দেখুন ঘরে বসে১৪। কোন পুজো কাড়ল নজর? বিষয়ভাবনায় কারা দিল চমক? এবিপি আনন্দে সেরা পুজোর শিরোপা। শারদ আনন্দ-সম্মান, আজ দিনভর। শারদ আনন্দ সম্মান
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bengal News Live: কাটল জট, খুলল মণ্ডপ
পুলিশ-পুজো কমিটির সংঘাত, বৈঠকে কাটল জট। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের মণ্ডপ।