কলকাতা: SIR-এর জন্য স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হল। এক একটি রাজ্যে ২ দিন করে থাকবেন স্পেশাল রোল অবজার্ভাররা, যতদিন না পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পায়, নির্দেশ কমিশনের।

Continues below advertisement

রাজ্যে রোল অবজার্ভারদের আরও দায়িত্ব দিল কমিশন। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবে রোল অবজার্ভার। সিইও ও ডিইওদের সঙ্গে বৈঠক করবে। কোনও বৈধ ভোটার যেন বাদ না যায় অথবা কোনও অবৈধ ভোটার যাতে ভোটার তালিকায় থেকে না যায়, দেখবে স্পেশাল রোল অবজার্ভার, নির্দেশ কমিশনের।

এদিকে, খসড়া তালিকায় 'অস্তিত্বহীন' ভোটার মিললে BLO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফের বার্তা দিল নির্বাচন কমিশন। এদিনই ডবল এন্ট্রির অভিযোগ নিয়ে মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানায় বিজেপি। 

Continues below advertisement

রাজ্যে জোর কদমে চলছে SIR। বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম। এর মধ্যে একাধিক জায়গায় নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে। কোথাও বাড়ি বাড়ি না গিয়ে, রাস্তায় বসে ফর্ম বিলি করতে দেখা গেছে বিএলও-কে। কোথাও আবার বিএলও-র সঙ্গে ঘুরতে দেখা গেছে তৃণমূল নেতাকে। এই পরিস্থিতিতে BLO-দের উদ্দশে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের জানানো হয়েছে, খসড়া তালিকায় মৃত ভোটার, ডবল এন্ট্রির মতো ভুল হলে শাস্তির খাঁড়া নামবে BLO-দের উপরই। কড়া পদক্ষেপ করা হবে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নতুন ট্যাগ লাইন "সাবধানি হটি অর দুর্ঘটনা ঘটি!" অর্থাৎ অসতর্ক হলেই বিপদ! এদিকে মৃত ভোটারদের বিষয়ে তথ্য় জোগাড় করতে নির্বাচন কমিশন এবার আধারের সাহায্য় নিচ্ছে।কমিশনের নির্দেশে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ১৩ লক্ষ মৃতের নাম মিলেছে, যাদের আধার কার্ড ছিল না।কোথায় কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে? কত বাকি রয়েছে? এবিষয়ে জানতে বুধবার রাতে ERO-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, কুলটি, কসবা-সহ একাধিক জায়গায় ৭৫ শতাংশের কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে।