রুমা পাল, কলকাতা: গণতন্ত্রের ধারক-বাহক তাঁরাই। ভোট দিয়ে তাঁরাই ক্ষমতায় আনেন নেতাদের। অথচ ভোটার কার্ডের (Voter Card) আবেদন থেকে তা হাতে পাওয়া, ভোটদানের অধিকার পেতে কম ঝক্কি পোহাতে হয় না সেই ভোটারদের। জাতীয় ভোটার দিবসের (National Voters Day 2022) আগে তাই ভোটদাতাদের জন্য বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। বাড়ি বয়ে এ বার ভোটারদের হাতে কার্ড পৌঁছে দেবে তারা। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। মঙ্গলবার রাজ্যে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।


ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার যেমন ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আওতায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, তেমনই বাড়িতে গ্রাহকের হাতে ভোটার কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। এ নিয়ে ডাকঘরের দফতরের সঙ্গে কথা হয়ে গিয়েছে তাদের। তাতে ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর পর কোথাও যেতে হবে না নাগরিককে। বরং ডাকযোগে বাড়িতেই কার্ড এসে পৌঁছবে।  


আরও পড়ুন: Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি


তবে শুধু ভোটার কার্ডই নয়, কমিশনের পাঠানো পার্সেলে থাকবে বেশ কিছু তথ্য। মূলত নতুন ভোটারদের জন্য ওই তথ্য পাঠানো হবে। কী ভাবে ভোট দিতে হবে, কী কী করতে হবে নতুন ভোটারদের, সমস্ত কিছু বিশদে বর্ণনা করা থাকবে তাতে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ড পেতে অনেক সময়ই হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তা থেকে মুক্তি দিতেই এমন পদক্ষেপ।


১৯৫০ সালের ২৫ জানুয়ারি দেশে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়। ওই দিনটিই ভোটার দিবস হিসেবে পালিত হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh) ২০১১ সালে ভোটার দিবস পালনের প্রস্তাব আনেন। মন্ত্রিসভার অনুমোদনে তার পর থেকে দিনটি পালিত হয়। ভোটার তালিকায় নামের নথিভুক্তি বাডা়নো এবং দেশের যুবসমাজকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যেই ভোটার দিবসের সূচনা করেন মনমোহন।