কলকাতা : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় (State Corona) টানা ১০দিন তিরিশের উপরেই মৃত্যু (Death)। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৭জনের মৃত্যু। রাজ্যে একদিনে কিছুটা কমে ৪ হাজার ৫৪৬ জন করোনায় সংক্রমিত।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সমান্য কমছে করোনায় সংক্রমিতের সংখ্যা। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিলেন ৬ হাজার ৯৮০ জন। তার আগের দিন এই সংখ্যাটি ছিল ৯ হাজার ১৯১। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জন।
বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু। গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জন। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৩৬ জনের। তবে, তার আগের দিনও এই সংখ্যাটা ছিল ৩৭। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৩৭৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫৩৫ জন। ডিসচার্জ হার ৯৪.১৭ শতাংশ।
আরও পড়ুন ; দেশে ৩ লক্ষের ওপরেই দৈনিক আক্রান্ত, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ হার
রাজ্যে করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ১৪ জনই উঃ ২৪ পরগনার। কলকাতায় একদিনে ৪৯৬ জন সংক্রমিত, ৫ জনের মৃত্যু । দঃ ২৪ পরগনায় একদিনে ২৭৮ জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১৭২ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু । হুগলিতে একদিনে ২৮০ জন করোনা আক্রান্ত, ৪ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিঙে একদিনে ২৪১ জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। বীরভূমে একদিনে ৩০০ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যে একদিনে ৫১ হাজার ৪২১ জনের টেস্ট হয়েছে, পজিটিভিটি রেট ৯%। ১৫ ফেব্রুয়ারির পরে সংক্রমণের হার হতে পারে নিম্নমুখী, এমনই খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।