কলকাতা: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে গতকাল ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়ে। পুলিশের কাজে বাধা , সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিনঅযোগ্য ধারা রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে নৌশাদ সিদ্দিকিদের।

আরও পড়ুন, অনির্দিষ্টকালের জন্য় স্থগিত MBBS ও BDS-এর ভর্তি প্রক্রিয়া, দিলীপের নিশানায় রাজ্য সরকার

প্রায় ৫০ মিনিট ধরে চলেছিল দু'পক্ষের টানাপোড়েন, গ্রেফতার ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! 

গতকাল ISF-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে। প্রায় ৫০ মিনিট ধরে চলে দু'পক্ষের টানাপোড়েন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেছেন, এত ক্যামেরা কেউ দেখাতে পারল না! কোনও ক্যামেরায় তো ধরা পড়বে। অভয়ার মায়ের ক্ষেত্রেও দেখলাম। কী হচ্ছে বুঝতে পারছি না! সংশোধিত ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল ISF। পুলিশ ধরপাকড় শুরু করতেই ISF বিধায়ক তাতে বাধা দিতে যান। পরিস্থিতি আরও তেতে ওঠে। একের পর এক ISF কর্মী সমর্থককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। 

আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে : নৌশাদ সিদ্দিকি

গতকাল ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার এত তৎপরতা দেখাচ্ছে কেন? দুপুর ৩টে নাগাদ নৌশাদ সিদ্দিকিকে জোরজবরদস্তি প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রিজনভ্যান থেকে নেমে যেতে দেখা গিয়েছিল তাঁকে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, অনুমতি ছাড়াই মেট্রো চ্যানেলে জমায়েতের কর্মসূচি নিয়েছিল ISF। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'কোনও পারমিশন ছিল না। ডোরিনা (ক্রসিং) ব্লক হয়ে গিয়েছিল, আপনারাই দেখলেন। জানিয়েছিল। ওঁদের বিকল্প দিন ও সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চায়নি। ওঁদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল। ওঁরা মানেননি।' 

অসুস্থ হয়ে পড়েছিলেন নৌশাদ

গতকাল পুলিশ নৌশাদ সিদ্দিকিকে দ্বিতীয়বার প্রিজন ভ্যানে তুলতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতেই নৌশাদ সিদ্দিকিকে নিয়ে এলাকা ছাড়ে প্রিজন ভ্যান। তাঁকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। ISF সূত্রে খবর, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নৌশাদ সিদ্দিকিকে কলকাতা মেডিক্যাল নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা ও চেস্ট এক্স রে করানো হয়।